ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, ট্রাম্প বললেন ‘Fordow নিশ্চিহ্ন’, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালালো ওয়াশিংটন। B-2 বোম্বার ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে Fordow, Natanz ও Isfahan কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়। ট্রাম্প বলেন, “Fordow নিশ্চিহ্ন।” ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। যুদ্ধের ভয়াবহতা ঘনীভূত হচ্ছে পশ্চিম এশিয়ায়।