Breaking News

IranWorldCupBan

বিশ্বকাপে ইরানি সমর্থকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ, দায়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক মহলে FIFA-র ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

IranWorldCupBan : Impact on Fans and Players %%page%% %%sep%% %%sitename%%

IranWorldCupBan

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছর। সারা বিশ্বের মতো ইরানেও এখন উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। ‘টিম মেলি’ ইতিমধ্যেই কুয়ালিফাই করে ফেলেছে, ফলে ইরানি ফুটবলপ্রেমীরা মুখিয়ে ছিলেন মাঠে বসে নিজ দলের খেলা দেখার জন্য। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা (IranWorldCupBan )।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, নিরাপত্তাজনিত কারণে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তান, সুদান, পাকিস্তান, ইরিত্রিয়া, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া এবং নাইজেরিয়া। নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী সোমবার থেকে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ইরানি সমর্থকেরা। কারণ ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক দেশ তিনটি হলেও, সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এমনকি ফাইনালটিও হবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। সেক্ষেত্রে ইরান যদি শেষ ষোলো, কোয়ার্টার বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, এবং ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে নির্ধারিত থাকে, তাহলে ইরানি সমর্থকেরা নিজের দেশের খেলাই দেখতে পারবেন না সরাসরি মাঠে বসে।

আসন্ন ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক, যুক্তরাষ্ট্রে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন ‘উগ্র সমর্থকেরা’

ট্রাম্পের ১০০% বিনোদন শুল্কে বিপাকে বলিউড—শঙ্কায় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি

যুক্তরাষ্ট্রের যুক্তি: নিরাপত্তা ইস্যু

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে সাম্প্রতিক এক সহিংস ঘটনার প্রভাব। কলোরাডোর একটি ইহুদি ধর্মীয় সমাবেশে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তার উৎস ছিল একটি নিষিদ্ধ দেশের। সেই ঘটনার পরই কড়াকড়ি সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

যদিও অ্যাথলেটদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, তবে সাধারণ দর্শকদের জন্য কোনো ছাড় থাকছে না। যুক্তরাষ্ট্র বলছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

ইরানিদের ক্ষোভ ও হতাশা

ইরানজুড়ে এই সিদ্ধান্তকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। বহু ইরানি নাগরিক ইতিমধ্যেই টিকিট কিনে ফেলেছেন, ভিসার জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছিল অনেকের। বিশেষ করে যাঁরা যুক্তরাষ্ট্রে বসবাসরত আত্মীয় বা বন্ধুদের কাছে থেকে থাকার ব্যবস্থাও করে ফেলেছিলেন, তাঁরা এখন দারুণ দোটানায়।

তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, “এটি শুধু কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়, বরং খেলার রাজনীতি এবং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রেও বড় প্রশ্ন তৈরি করে।”

বিশ্ব ফুটবলে প্রশ্ন উঠছে “ইক্যুয়াল অ্যাকসেস” নিয়ে

ফুটবল বিশ্বকাপের মূল দর্শন হলো ‘একতা ও বৈচিত্র্যে ঐক্য’। FIFA বারবার বলে এসেছে, খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে।
FIFA এখনো এই নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে ফুটবলবোদ্ধারা মনে করছেন, বিষয়টি ফিফার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

একজন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক বলেন, “বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। লাখো মানুষ এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন হঠাৎ করে কোনো দেশের নাগরিকদের ঢুকতে না দেওয়া শুধু খেলাধুলার মানসিকতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং বিশ্বমঞ্চে এক ধরনের বৈষম্যের বার্তা দেয়।”

আরও পড়ুন :

অন্ধকারেও দেখা যাবে! বিজ্ঞানীরা তৈরি করলেন যুগান্তকারী কনট্যাক্ট লেন্স

বিদায় পিয়ুশ চাওলা: ভারতের দুই বিশ্বকাপজয়ী লেগ স্পিনারের অবসরের ঘোষণা

ad

আরও পড়ুন: