Breaking News

ViratKohli RohitSharma ODIRetirement

এবার কি তবে ওয়ানডেকেও বিদায় বলে দিচ্ছেন কোহলি-রোহিত!

ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ার নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ড সূত্রে ইঙ্গিত, তাদের ছাড়া ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা করা হচ্ছে।

ViratKohli RohitSharma ODIRetirement Announcement News %%page%% %%sep%% %%sitename%%

ViratKohli RohitSharma ODIRetirement

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়েই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই বিশ্বকাপ পর্যন্তও হয়তো তাদের ওয়ানডে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। গুঞ্জন উঠেছে, চলতি বছরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর (ViratKohli RohitSharma ODIRetirement) নিতে পারেন এই দুই ব্যাটিং দিকপাল।

থামলেন রোহিত শর্মা , ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন

১৪ বছরের সফল টেস্ট ক্রিকেট ক্যারিয়ার শেষে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সূত্রে জানা যাচ্ছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি ও রোহিতকে রাখার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যে রোডম্যাপ আমরা তৈরি করেছি, সেখানে কোহলি ও রোহিত নেই।”

এমনকি, রোহিত ও কোহলি দু’জনেই সম্প্রতি ইংল্যান্ড সফরে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু বিসিসিআই তাদের জানিয়ে দেয়, দলে সুযোগ মিলবে না। এই সিদ্ধান্তের পর থেকেই তারা লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে।

এখন বিসিসিআইয়ের পরিকল্পনা, ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হজারে ট্রফিতে তাদের খেলতে পাঠানো। সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই কেবল ওয়ানডে দলে ফেরার দরজা খুলতে পারে। নইলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকেও আনুষ্ঠানিক বিদায় বলবেন কোহলি-রোহিত।

আরও পড়ুন :

ভারতীয় ক্লাব ফুটবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এর জন্য দায়ী নই: কল্যাণ চৌবে

কিশোরভারতীতে লাল-হলুদ ঝড়, এয়ারফোর্সকে হাফডজন গোল দিল ইস্টবেঙ্গল

ad

আরও পড়ুন: