Breaking News

ISLSuspended

স্থগিত আইএসএল! গভীর অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল, চুক্তি জটিলতায় ধাক্কা গোটা লিগ কাঠামোয়

এফএসডিএল ও ফুটবল ফেডারেশনের চুক্তি জটিলতায় আপাতত স্থগিত আইএসএল। দেশের শীর্ষ ফুটবল লিগের ভবিষ্যৎ নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। ক্লাব ও ফুটবলপ্রেমীদের জন্য এক বড় ধাক্কা।

ISLSuspended: What It Means for Indian Football %%page%% %%sep%% %%sitename%%

ISLSuspended

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : যা আশঙ্কা করা হচ্ছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হল। ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত রাখা (ISLSuspended) হয়েছে। শুক্রবার এক অফিসিয়াল চিঠির মাধ্যমে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) বিষয়টি জানিয়ে দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএলের বিভিন্ন ক্লাবকে।

এই সিদ্ধান্তে রীতিমতো সদ্য মরসুমের প্রস্তুতিতে থাকা ক্লাবগুলো হতবাক। সবচেয়ে বড় কথা, দেশের এক নম্বর ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় গোটা ভারতীয় ফুটবল কাঠামোর ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

আইএসএলের ভবিষ্যৎ ঘিরে দুঃস্বপ্ন! এফএসডিএল-এআইএফএফ চুক্তি জট, বন্ধ হতে পারে লীগ?

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

FSDL ও AIFF-এর মধ্যে থাকা ১৫ বছরের চুক্তি শেষ হতে চলেছে ৮ ডিসেম্বর, ২০২৫। সাধারণত আইএসএল প্রতি বছর সেপ্টেম্বরেই শুরু হয়, অর্থাৎ নতুন মরশুম শুরু হওয়ার ক’দিনের মধ্যেই শেষ হয়ে যাবে দুই সংস্থার মধ্যে থাকা চুক্তি।

এই অবস্থায় নতুন করে কোনো চুক্তি না হওয়ায়, আইএসএল আয়োজনের আইনি ভিত্তি নেই। ফলে, আয়োজক সংস্থা FSDL তাদের চিঠিতে পরিষ্কার জানিয়েছে—

“এমন টালমাটাল পরিস্থিতিতে আমরা আইএসএলের ২০২৫-২৬ মরশুম আয়োজন করার অবস্থায় নেই। যতদিন না পর্যন্ত নতুন চুক্তি হচ্ছে, ততদিন আইএসএল স্থগিত থাকবে।”

২০১০ সালে AIFF ও FSDL-এর মধ্যে স্বাক্ষরিত মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অনুযায়ী, আয়োজক সংস্থাকে প্রতি বছর ৫০ কোটি টাকা দিতে হয় AIFF-কে। তবে নতুন মেয়াদে এই আর্থিক বিন্যাস, সম্প্রচার অধিকার, বিপণন রাইট সব নিয়েই বিতর্ক দেখা দিয়েছে।

এই মুহূর্তে AIFF-এর কমিটি অস্থায়ী, সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে, এবং সম্ভবত সামনে নির্বাচনও হতে চলেছে। সেক্ষেত্রে নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার আগে FSDL নতুন করে চুক্তিতে যেতে নারাজ। ফলে পুরো বিষয়টি অনির্দিষ্ট সময়ের জন্য ঝুলে থাকছে।

একাধিক ক্লাব ইতিমধ্যেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে, বিদেশি খেলোয়াড় চুক্তি ও ট্রেনিং ক্যম্প পরিকল্পনা নিয়েও এগিয়েছে। এই অবস্থায় লিগ স্থগিত হওয়ার খবরে তাঁরা আর্থিক ও কৌশলগতভাবে বড় ধাক্কা খেল।

একটি শীর্ষস্থানীয় ক্লাব কর্তার কথায়,

“আমরা অন্তত ২ মাস ধরে টিম বানাচ্ছি, বিদেশি খেলোয়াড়দের সই করিয়েছি। হোটেল বুকিং, ট্রেনিং ক্যাম্প সব ফিক্স হয়ে গেছে। এখন হঠাৎ লিগই যদি না হয়, তাহলে বিপুল আর্থিক ক্ষতি হবে।”

আইএসএল শুধু একটি ঘরোয়া লিগ নয়, বরং ভারতের ফুটবল সংস্কৃতির কেন্দ্রে জায়গা করে নিয়েছে। এই লিগ বন্ধ হওয়ায় শুধু ক্লাব বা খেলোয়াড় নয়, দর্শক ও অনুরাগীরাও ভীষণ হতাশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হ্যাশট্যাগ #SaveISL ট্রেন্ড করছে।

চিঠিতে বা ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল পুনরায় কবে শুরু হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। নির্বাচনের পরে নতুন ফেডারেশন দায়িত্ব নেবে, তারপর চুক্তি ও লিগ পরিকল্পনা হবে—এটাই আপাতত একমাত্র দিকনির্দেশ।

আরও পড়ুন :

ভারতীয় ফুটবলে নতুন জুটি—নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রিবক

১০ লাখ ডলারে মৃত্যুদণ্ড এড়াতে শেষ চেষ্টা: ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে রক্তমূল্যের প্রস্তাব

ad

আরও পড়ুন: