Breaking News

ISRO opportunity

ইসরোর শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল পূর্ব বর্ধমানের দুই ছাত্র ছাত্রী।

প্রিন্সিপাল শ্রী অরুন কান্তি নন্দি বলেন, ‘ ছাত্র ছাত্রী দের প্রতিভা কে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা , তার ই আবারও ফল পেলাম

ISRO Opportunity for Students in Space Training %%page%% %%sep%% %%sitename%%

ISRO opportunity

ক্লাউড টিভি ডেস্ক : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষ (ISRO opportunity)। আগামী ১৮ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে কুশারী ও সপ্তক । শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে তারা । এই খবরে খুশির হাওয়া তার স্কুল ও এলাকায়।

দেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো, আর চন্দ্রযান-৫ সেই লক্ষ্যেরই অংশ

আজ মহাকাশে নতুন ইতিহাস গড়ল ভারত

সপ্তক ও কুশারী র বাবা মা এর কখায়, ছোটবেলা থেকেই মহাকাশ ওকে ভাবায় , ভবিষ্যতে তারা লক্ষ্য বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে তাঁকে বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছেন তার বিদ্যালয় ও বাবা মা। শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। সমগ্ৰ ভারত থেকে দুই লক্ষাধিক ছাত্র ছাত্রীর মধ্য থেকে মাত্র ০.১৭৫ শতাংশ সুযোগ পেয়েছে (ISRO opportunity)। ৭ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে তারা । মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল শ্রী অরুন কান্তি নন্দি বলেন, ‘ ছাত্র ছাত্রী দের প্রতিভা কে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা , তার ই আবারও ফল পেলাম। এর আগেও ইসরোর (ISRO opportunity) এই শিবিরের আমাদের বিদ্যালয়ের ছাত্র যোগদানের সুযোগ পেয়েছিল ,তবে এবারে দুজন ছাত্র ছাত্রী এই সাফল্য সর্ব ভারতীয় স্তরে এক অনন্য মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন :

জঙ্গিপুরের সাংসদ শান্তি রাখার বার্তা দিলেন, আর কি বললেন শুনুন

ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: কোন ম্যাচ না খেলেই বিশ্বচ্যাম্পিয়ন!

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: