JaishankarInChina
ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক | ১৫ জুলাই ২০২৫ : চীন সফরে গিয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (JaishankarInChina ) সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী বেইজিংয়ে চীনের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন।
শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর বলেন,
“ভারত-চীন সম্পর্ককে আরও সুদূরদর্শী ও পরিপক্ক করে তুলতে হবে। প্রতিযোগিতা যেন কখনো সংঘাতে রূপ না নেয়, মতপার্থক্য যেন দ্বন্দ্বে পরিণত না হয়।”
তিনি জানান, গত বছরগুলিতে সীমান্তে কিছু অগ্রগতি হয়েছে, বিশেষ করে লাদাখ সীমান্তে সামরিক অবস্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে। জয়শঙ্করের মতে, এই ইতিবাচক অগ্রগতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে।
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar called on President of China, Xi Jinping, this morning, in Beijing, along with his fellow SCO Foreign Ministers
(Video source: Embassy of India in Beijing, China) pic.twitter.com/CODcy6IRpO
— ANI (@ANI) July 15, 2025
রাশিয়ার তেল কিনছে ভারত-চীন, এবার ৫০০% শুল্কের মুখে? যুক্তরাষ্ট্রে উত্তপ্ত আলোচনা
চীনের ওপর ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক, বিশ্বজুড়ে এবার কী ঘটবে?
দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়বস্তু
বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন জয়শঙ্কর। আলোচনার মূল বিষয় ছিল—
সীমান্ত পরিস্থিতি: গালওয়ান পরবর্তী উত্তেজনা কমানো ও এলএসি-তে শান্তি রক্ষা।
বাণিজ্য ভারসাম্য: ভারত-চীন বাণিজ্যে ভারসাম্যহীনতা ও ভারতীয় পণ্যের ওপর চীনের নিষেধাজ্ঞা।
মানবিক সংযোগ: তীর্থযাত্রা, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক বিনিময় ফের চালু করা।
ওয়াং ই বলেন,
“চীন সম্পর্ক উন্নয়নে প্রস্তুত। উভয় দেশের উচিত অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি রক্ষা করা।”
কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ দিক
SCO সদস্যদের মধ্যে ভারত-চীন দ্বন্দ্ব একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জয়শঙ্করের সফর এই বাধা কাটিয়ে উঠার একটি কূটনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
জয়শঙ্কর চীনের উপর চাপ দিয়েছেন যাতে তারা পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস ও তথ্যপ্রযুক্তি পণ্যের আমদানিতে ভারতের প্রতি নিষেধাজ্ঞা শিথিল করে।
তিনি কাইলাস-মানসারোভার যাত্রা পুনরায় চালুর জন্য চীনকে ধন্যবাদ জানান। COVID ও সীমান্ত উত্তেজনার কারণে এই যাত্রা দীর্ঘদিন বন্ধ ছিল।
আরও পড়ুন :
কর্ণাটকের পাহাড়ি গুহা থেকে দুই সন্তানসহ রুশ নারী উদ্ধার, ২০১৭-তে শেষ হয়েছিল ভিসার মেয়াদ
ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি পেল ১ হাজার কোটি! মেসিদের থেকেও দ্বিগুণ আয়