জাপানে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্র থেকে উঠছে অদ্ভুত গর্জন: আতঙ্কে দ্বীপবাসী

টোকারা দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯০০ বারের বেশি ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ জাপানে। সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত গর্জনের শব্দ, একের পর এক কম্পন এবং গুজব-ভিত্তিক ভবিষ্যদ্বাণী মিলে দ্বীপবাসীর জীবন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।