Breaking News

JapanEarthquake TsunamiWarning

রাশিয়া-জাপান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপান ও রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প, জারি হয়েছে সুনামি সতর্কতা। হোক্কাইডো ও কুরিল দ্বীপে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেন ও বিমানের চলাচল বন্ধ, বাড়ছে আতঙ্ক।

JapanEarthquake Tsunami Warning Issued Today %%page%% %%sep%% %%sitename%%

JapanEarthquake TsunamiWarning

ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও জাপান সংলগ্ন সমুদ্র উপকূলে মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। উপকূলবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া ও জাপান সরকার।

ভূমিকম্পটি মূলত কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের হোক্কাইডো অঞ্চলের কাছাকাছি এলাকায় আঘাত হানে। প্রশান্ত মহাসাগরের তলদেশে উৎপন্ন কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে জাপানের বহু শহরে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে।

জাপানে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্র থেকে উঠছে অদ্ভুত গর্জন: আতঙ্কে দ্বীপবাসী

ভারতের ট্র্যাকে ছুটবে ‘শিনকানসেন’ বুলেট ট্রেন, উপহার দিচ্ছে জাপান

জাপানের মেটেওরোলজিকাল এজেন্সি (JMA) জানিয়েছে, হোক্কাইডো এবং আশপাশের দ্বীপগুলোতে সম্ভাব্য সুনামি আঘাত হানতে পারে। ইতিমধ্যে উপকূলবর্তী শহরগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের সময় প্রায় ৩০ সেকেন্ড ধরে কাঁপুনি চলে। হোক্কাইডো শহরের বহু জায়গায় দেয়ালে ফাটল দেখা গেছে এবং গ্যাস সংযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে উদ্ধারকারী দলগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রাশিয়ার সাখালিন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। দেশটির সরকার জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কিছু এলাকায় আংশিক ইভাকুয়েশন শুরু হয়েছে। সম্ভাব্য ১ মিটার উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে রুশ বিপর্যয় মোকাবিলা সংস্থা।

এদিকে জাপানের রেল বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু দ্রুতগতির ট্রেন (শিনকানসেন) বন্ধ রেখেছে। কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

ভূমিকম্পের ঠিক আগে ও পরে কিছু এলাকায় মৃদু আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ — কারণ আবারও শক্তিশালী আফটারশক হতে পারে।

আরও পড়ুন :

নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা, শহীদ বাংলাদেশি অভিবাসী পুলিশ অফিসার, মোট নিহত ৪

মালয়েশিয়ায় ভিসা ছাড়াও প্রবেশে বাধা! ১০ ভারতীয়কে ফিরিয়ে দিল KLIA, প্রশ্ন নিরাপত্তা না বৈষম্য?

ad

আরও পড়ুন: