Breaking News

ShinkansenInIndia

ভারতের ট্র্যাকে ছুটবে ‘শিনকানসেন’ বুলেট ট্রেন, উপহার দিচ্ছে জাপান

২০২৭ সালের মধ্যে মুম্বই-আমেদাবাদ রুটে এই দ্রুতগামী ট্রেন ছুটতে শুরু করবে বলে আশা করা হচ্ছে

ShinkansenInIndia: The Future of Indian Railways %%page%% %%sep%% %%sitename%%

ShinkansenInIndia

ক্লাউড টিভি ডেস্ক :বিশ্বের দ্রুততম ট্রেন প্রযুক্তির জনক জাপান এবার ভারতকে উপহার দিতে চলেছে সেই ‘শিনকানসেন’ (ShinkansenInIndia) বুলেট ট্রেন। ২০২৭ সালের মধ্যে মুম্বই-আমেদাবাদ রুটে এই দ্রুতগামী ট্রেন ছুটতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। ভারতের জন্য তৈরি হচ্ছে জাপানের ইস্ট জাপান রেলওয়ের বিখ্যাত ই-৫ ও ই-৩ সিরিজের ট্রেন।

এই ‘শিনকানসেন’ (ShinkansenInIndia) ট্রেন গতি এবং নিরাপত্তার দিক থেকে বিশ্বসেরা। সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম এই ট্রেন ভারতীয় রেল ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে। জাপান সরকারের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, ভারতকে উপহার হিসেবে দেওয়া হবে এই অত্যাধুনিক বুলেট ট্রেন। ইতিমধ্যে জাপানের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

মুম্বই-আমেদাবাদ করিডরে প্রথম যাত্রা

ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ করিডরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। আশা করা হচ্ছে ২০২৬ সালের শুরুর দিকেই এই রেল করিডর প্রস্তুত হবে, এবং ২০২৭ সাল নাগাদ শুরু হবে ট্রায়াল রান। প্রাথমিক পর্যায়ে আংশিকভাবে চালু করা হবে এই পরিষেবা।

এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ইস্ট জাপান রেলওয়ের ই-৫ সিরিজের শিনকানসেন ট্রেন (ShinkansenInIndia), যা বর্তমানে জাপানের বিভিন্ন অঞ্চলে সফলভাবে পরিচালিত হচ্ছে। এই ট্রেন শুধু দ্রুতই নয়, একাধিক আধুনিক ফিচারে পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম, ভূমিকম্প সেন্সর, শব্দহীন চলাচল ও অতিরিক্ত যাত্রী নিরাপত্তা।

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

নজরুল তীর্থ এখন থেকে হয়ে গেল SVF সিনেমা: নতুন অধ্যায়ের সূচনা নিউটাউনে

ই-১০ সিরিজের দিকে আগ্রহ ভবিষ্যতের

যদিও ই-৫ ও ই-৩ সিরিজের ট্রেন দিয়েই শুরু হচ্ছে ভারতের বুলেট ট্রেন যাত্রা, ভবিষ্যতে এর চেয়েও আধুনিক ই-১০ সিরিজের ট্রেন আনার পরিকল্পনা রয়েছে। এই মডেল ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। জাপানের সর্বাধুনিক এই ট্রেন (ShinkansenInIndia) নির্মাণের অভিজ্ঞতায় ই-৫ ও ই-৩ সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারত ও জাপানের এই বুলেট ট্রেন সহযোগিতা শুধুমাত্র প্রযুক্তি স্থানান্তর নয়, দুই দেশের সম্পর্ককেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে।

#ShinkansenInIndia #BulletTrainProject #JapanIndiaFriendship

আরও পড়ুন :

১ মে থেকে রাস্তায় আরও সহজ ভ্রমণ, চালু হচ্ছে জিপিএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত দশম স্থানে, শীর্ষে আছে যারা

ad

আরও পড়ুন: