Breaking News

JaspritBumrah LordsHonourBoard

লর্ডসের ফাইফারের পর এমসিসি জাদুঘরে জুতা দান করলেন জসপ্রীত বুমরাহ

লর্ডস অনার্স বোর্ডে নাম লেখানোর পর নিজের জুতা এমসিসি জাদুঘরে দান করলেন জসপ্রীত বুমরাহ। পাঁচ উইকেটের পারফরম্যান্সে রেকর্ড গড়ার পাশাপাশি স্মৃতি রেখে গেলেন ক্রিকেট ঐতিহ্যের মঞ্চে।

JaspritBumrah LordsHonourBoard: A Historic Moment %%page%% %%sep%% %%sitename%%

JaspritBumrah LordsHonourBoard

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : লর্ডস টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পর নিজের খেলার জুতা এমসিসি জাদুঘরে দান করলেন ভারতীয় পেস তারকা জসপ্রীত বুমরাহ। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে ভারতের সম্পর্ক আরও একবার স্মরণীয় হয়ে রইল এই জেস্টারে (JaspritBumrah LordsHonourBoard)।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে পাঁচ উইকেট শিকার করে বুমরাহ নিজের বিদেশের মাটিতে ১৩তম ফাইফার তুলে নেন, যা একজন ভারতীয় বোলারের জন্য রেকর্ড। দিনের শেষে ম্যাচ বল নিজের কাছে রাখলেও, তার স্বাক্ষর করা জুতা তুলে দেন এমসিসি (Marylebone Cricket Club) জাদুঘরের জন্য।

বুমরাহর জুতা এখন রয়েছে জাদুঘরের উপরের স্তরে, যেখানে স্থান পেয়েছে ক্রিকেট ইতিহাসের অনেক কিংবদন্তির গিয়ার—সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মাইকেল হোল্ডিং কিংবা শেন ওয়ার্নের স্মৃতি চিহ্নের পাশে এবার স্থান পেল বুমরাহর এই জুতা জোড়াও।

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহ দানা বেঁধেছে

বুমরা জ্বলে উঠলে জয়, না হলে দুর্দশা! পরিসংখ্যানেই মিলছে ভারতের টেস্ট ভাগ্যের ছক

তিনি বলেন—

“অনার্স বোর্ডে নাম তোলা দারুণ ব্যাপার। আমার ছেলে যখন বড় হবে, আমি গর্ব করে বলতে পারব—আমার নাম ওখানে আছে।”

লর্ডস মানেই যেন বুমরাহর জন্য এক বিশেষ জায়গা। ২০২১ সালে একই ভেন্যুতে মোহাম্মদ শামিকে নিয়ে ৮৯ রানের অবিচ্ছিন্ন নবম উইকেটের জুটি গড়ে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি। ব্যাটে-বলে সেই স্মৃতি আজও অনেক ভক্তের মনে গাঁথা।


বুমরাহর লর্ডস-ফাইফারের কিছু উল্লেখযোগ্য দিক:

  • বিদেশের মাটিতে টেস্টে ১৩তম ফাইফার – রেকর্ড ভারতীয় হিসেবে।

  • লর্ডসের অনার্স বোর্ডে নাম – ক্রিকেটারদের কাছে অন্যতম সম্মান।

  • ম্যাচ বল নিজের কাছে রেখে, জুতা দান – কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

আরও পড়ুন :

জোটার স্মৃতিতে চোখ ভেজাল অ্যানফিল্ড, ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাল লিভারপুল

মায়ের নাক ভেঙে দেওয়া সেই ছেলেটি এখন ৭৭তে পা দিলেন

ad

আরও পড়ুন: