ChiefJusticeGavai
ক্লাউড টিভি ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই (ChiefJusticeGavai)। আগামী ১৪ মে তিনি দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন। ঠিক তার আগের দিন, অর্থাৎ ১৩ মে, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর গ্রহণ করবেন।
ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পদে উত্তরসূরি নির্বাচনের রীতি অনুযায়ী, মন্ত্রিসভা সচিবালয় বিচারপতি সঞ্জীব খান্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আহ্বান জানায়। সেই প্রক্রিয়া অনুসরণ করেই বিচারপতি গাভাইয়ের (ChiefJusticeGavai) নাম সুপারিশ করেন বিচারপতি খান্না। পরে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এই নিযুক্তি কার্যকর হয়।
বিচারপতি গাভাই (ChiefJusticeGavai) এই পদে ছয় মাসের জন্য থাকবেন। চলতি বছরের নভেম্বরে তাঁর অবসর নির্ধারিত রয়েছে। বিচারপতি কেজি বালাকৃষ্ণনের পর গাভাই হতে চলেছেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি—যা ভারতের বিচারব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।
মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম নেওয়া গাভাই ২০০৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারপতি গাভাই তাঁর দীর্ঘ বিচারিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন এবং গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সংবিধানিক মূল্যবোধ রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
এছাড়াও, গাভাইয়ের (ChiefJusticeGavai) প্রধান বিচারপতি হওয়াকে ভারতের বিচারব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তিনি দলিত সম্প্রদায় থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ বিচারপদে আসীন হতে চলেছেন—যা অনেক তরুণের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
#ChiefJusticeGavai #SupremeCourtIndia #CloudTVNews
আরও পড়ুন :
মুম্বইয়ে রাজ চক্রবর্তী! ‘অনুপমা’তে নতুন ধারাবাহিকের পরিচালনায় ব্যস্ত পরিচালক