Breaking News

Justice Joymalya Bagchi CJI

আলতামাস কবীরের পরে ভারতের সুপ্রিম কোর্টে ফের বাঙালি প্রধান বিচারপতি, ২০৩১ সালে বসছেন জয়মাল্য

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ফের এক বাঙালি। ২০৩১ সালে জয়মাল্য বাগচী দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন।

Justice Joymalya Bagchi CJI: A New Era Begins %%page%% %%sep%% %%sitename%%

Justice Joymalya Bagchi CJI

ক্লাউড টিভি ডেস্ক : ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে আবারও এক গর্বের অধ্যায় যোগ হতে চলেছে। কলকাতা হাইকোর্ট থেকে উঠে আসা বিচারপতি জয়মাল্য বাগচী আগামী ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি (Justice Joymalya Bagchi CJI) হতে চলেছেন। ইতোমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব নিয়েছেন এবং সিনিয়রিটি তালিকা অনুযায়ী তিনিই দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

ভারতীয় সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করেন। জয়মাল্য বাগচীর জন্ম ২ অক্টোবর ১৯৫৯ সালে। সেই হিসাবে তার অবসরকাল ২ অক্টোবর ২০৩১। ফলে ২৫ মে ২০৩১ থেকে তৎকালীন প্রধান বিচারপতি অবসরে গেলে জয়মাল্য বাগচী নতুন প্রধান বিচারপতি হবেন এবং প্রায় চার মাস দায়িত্ব পালন করবেন।। ফলে সেই দিন থেকেই বিচারপতি জয়মাল্য বাগচী দেশের সর্বোচ্চ বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং অবসর নেওয়ার আগে প্রায় চার মাস এই গুরুত্বপূর্ণ পদে থাকবেন।

বিচারপতি ভূষণ আর গাভাই ভারতের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন

শীর্ষ আদালতের শীর্ষপদে বিচারপতি বিআর গাভাই: ছয় মাসের মেয়াদে দেশের প্রধান বিচারপতি হচ্ছেন দলিত বিচারপতি

গত মার্চ মাসে কলেজিয়াম সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। বিচারপতি হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং কলকাতা হাইকোর্ট ও অন্যান্য দায়িত্ব পালনের সময়ের কৃতিত্ব এই নিয়োগে বড় ভূমিকা রেখেছে।

ভারতের বিচার ব্যবস্থায় বাংলার অবদান দীর্ঘদিনের। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বাঙালিকে শেষবার দেখা গিয়েছিল ২০১৩ সালে, যখন আলতামাস কবির দেশের ৩৯তম প্রধান বিচারপতি হয়েছিলেন। প্রায় আঠারো বছর পরে ফের বাংলার এক সন্তান দেশের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন।

বিশ্লেষকদের মতে, জয়মাল্য বাগচীর দায়িত্ব গ্রহণ শুধু বিচার ব্যবস্থার জন্য নয়, সমগ্র পূর্ব ভারতের মানুষের কাছেও এক বিশেষ গর্বের মুহূর্ত হয়ে উঠবে। একজন বাঙালি আবারও দেশের বিচার ব্যবস্থার শীর্ষে উঠে আসছেন, যা আগামী প্রজন্মকেও অনুপ্রেরণা যোগাবে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ কেবল আইন ও বিচার নয়, ভারতের সাংবিধানিক স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ। ফলে জয়মাল্য বাগচীর শপথ গ্রহণ ঐতিহাসিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছেন আইনি মহল।

আরও পড়ুন :

বেলার প্রিমিয়ারে উপস্থিত হ’ল অনুপম খেরসহ টলিউডের তাবড় তারকারা

প্রতিদিন ২০ গৃহবধূর মৃত্যু, ভারতে ৯০ শতাংশ বিয়েতে যৌতুক, অর্থনীতির উন্নতি হলেও মানসিকতা অপরিবর্তিত

ad

আরও পড়ুন: