Breaking News

KanchanaMoitra ViralVideo

পাওনা টাকা আদায়ে পথে নামলেন টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, ভিডিও ভাইরাল

শিয়ালদহ স্টেশনের বাইরে চিৎকার করতে দেখা গেল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে। প্রথমে অনেকে ভেবেছিলেন পাওনা টাকা নিয়ে বচসা চলছে, তবে ধারণা করা হচ্ছে এটি নতুন সিনেমার প্রচারের অভিনব কৌশল।

KanchanaMoitra ViralVideo Shocks Fans Online %%page%% %%sep%% %%sitename%%

KanchanaMoitra ViralVideo

ক্লাউড টিভি ডেস্ক: টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে সাধারণত হাসিখুশি, প্রাণবন্ত চরিত্রে দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার একেবারে ভিন্ন চেহারায় ধরা দিলেন তিনি। শিয়ালদহ স্টেশনের বাইরে হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার (KanchanaMoitra ViralVideo) করতে দেখা গেল অভিনেত্রীকে। তাকে ঘিরে দাঁড়ালেন বহু মানুষ, কেউ বিস্মিত দৃষ্টিতে তাকালেন, আবার কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে এবং ভাইরাল হয়ে গেল।

মানুষের মনে প্রশ্ন—হঠাৎ রাস্তায় চিৎকার করতে গেলেন কেন কাঞ্চনা? অনেকেই ভেবেছেন, তিনি হয়তো কোনো পাওনা টাকা আদায়ের জন্য এমন করছেন। কেউ কেউ আবার সন্দেহ করছেন—কাঞ্চনা কি তবে সুদের ব্যবসায় নেমেছেন? দর্শকদের চোখেমুখে বিস্ময় আর কৌতূহল।

যদিও কিছুক্ষণ পরই স্পষ্ট হয়ে যায়, কাঞ্চনা আসলে ‘স্বপ্না বসাক’ রূপে হাজির হয়েছেন। তিনি নিজেই ইঙ্গিত দেন—এটা হয়তো কোনো চরিত্রের অংশ। অভিনেত্রী বলেন, “সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কিছু প্রকাশ্যে বলারও নয়।”

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে হাসিমুখে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

২৫ বছর পর পর্দায় ফিরছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ – তুলসী ও মিহির জাদু আবার স্টার প্লাসে

কাঞ্চনার এই কর্মকাণ্ড দেখে অনেকে ধারণা করেছেন, এটি কোনো সিনেমার প্রচারের অংশ ছাড়া আর কিছু নয়। ইদানীং প্রচারের জন্য অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন। কখনো তা ভিডিও আকারে, কখনো আবার বাস্তবের মতো দৃশ্য সাজিয়ে মানুষের মনোযোগ কাড়ছেন তারা।

এমন কৌশল নতুন নয়। এর আগে অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেবও তার এক সিনেমার প্রচারের জন্য অভিনব পরিকল্পনা করেছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছিল, দেব নাকি রেগে গিয়ে একটি ছেলেকে এলোপাতাড়ি মারছেন এবং পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসছেন নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। প্রথম দর্শনে অনেকেই ভেবেছিলেন, দেব সত্যিই মেজাজ হারিয়েছেন। পরে জানা যায়, সেটিও ছিল শুধুই সিনেমার প্রচারের কৌশল।

একইভাবে কাঞ্চনা মৈত্রের শিয়ালদহ স্টেশনের সেই ভিডিও নিয়েও ধারণা করা হচ্ছে—এটি হয়তো নতুন সিনেমার প্রচারেরই অভিনব উপায়। যদিও আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী এ বিষয়ে কিছু জানাননি।

ভিডিও ভাইরাল হতেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, “প্রচারের জন্য এর থেকে ভালো উপায় আর হয় না।” আবার কেউ সমালোচনা করে লিখেছেন, “অভিনয় আর প্রচার গুলিয়ে ফেলছেন অভিনেতারা।” তবুও একটি বিষয় নিশ্চিত—এই ভিডিওর মাধ্যমে কাঞ্চনা মৈত্র আবারও আলোচনায় চলে এসেছেন।

আরও পড়ুন :

৭০০ কোটির পথে রজনীকান্তের ‘কুলি’!

অভিনয় থেকে রাজনীতির পথে দেবলীনা? জল্পনায় সরগরম টলিপাড়া

ad

আরও পড়ুন: