Breaking News

KapilSharma SikhsForJustice

কানাডা তোমার খেলার মাঠ নয়: কপিল শর্মাকে হুমকি দিল ‘সিখস ফর জাস্টিস’

কানাডায় নতুন রেস্তরাঁ খোলার কয়েকদিনের মধ্যেই কপিল শর্মা পড়লেন খালিস্তানপন্থীদের রোষানলে। বন্দুকবাজির পর এবার সরাসরি হুমকি দিলেন SFJ প্রধান পান্নুন।

KapilSharma SikhsForJustice Controversy Explained %%page%% %%sep%% %%sitename%%

KapilSharma SikhsForJustice

ক্লাউড টিভি ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা সম্প্রতি কানাডার সারে শহরে চালু করেন ‘Kap’s Café’, যা উদ্বোধনের কিছুদিনের মধ্যেই বন্দুকবাজির ঘটনায় আলোড়ন তোলে। এই হামলার দায়িত্ব স্বীকার করেছে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই কপিল শর্মার বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিল (KapilSharma SikhsForJustice) খালিস্তানপন্থী সংগঠন Sikhs for Justice (SFJ)

SFJ প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় কাপিল শর্মার উদ্দেশে বলেন:

কানাডা তোমার খেলার মাঠ নয়। তুমি যদি হিন্দুত্ববাদী ভাবমূর্তি নিয়ে এখানে ব্যবসা করতে আসো, তাহলে তা মেনে নেওয়া হবে না। রক্তের টাকায় দোকান খোলো না। সেটা ফেরত নিয়ে ফিরে যাও তোমার হিন্দুস্তানে।

পান্নুনের দাবি, কাপিল শর্মা ভারতের “হিন্দুত্ববাদী” রাষ্ট্রীয় কাঠামোর প্রতিনিধি এবং কানাডায় ব্যবসার মাধ্যমে সেই মতাদর্শকে রপ্ত করতে চাইছেন।


‘ক্যাপস ক্যাফে’-তে বন্দুক হামলা: কে করল?

  • ঘটনাটি ঘটে সারে শহরে অবস্থিত ‘Kap’s Café’-তে

  • স্থানীয় সময় ভোর রাতে হামলা চালানো হয়; গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে।

  • কোনও হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের সামনের কাঁচ ভাঙে এবং আতঙ্ক ছড়ায়।

  • হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেন, যিনি BKI-র সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

এই হামলার পর দ্রুত তদন্ত শুরু করে কানাডিয়ান পুলিশ। হামলার কারণ হিসেবে রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্য স্পষ্ট বলে মনে করছে তারা।

এই হুমকির পর কপিল শর্মার মুম্বইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন—

“সারে হামলার পরে কপিল শর্মার নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

বিশ্লেষকদের মতে, খালিস্তানপন্থী সংগঠনগুলি এখন ভারতীয় সেলিব্রিটি এবং ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করে আন্তর্জাতিকভাবে ‘রাজনৈতিক বার্তা’ পৌঁছনোর চেষ্টা করছে।
কপিল শর্মা এর আগে ভারতীয় সেনা, হিন্দি ভাষা ও জাতীয়তাবাদ-কে প্রকাশ্যে সমর্থন করেছেন বলে এই হামলার পেছনে যুক্ত রয়েছে সেই পরিচিতি।

যদি অমিতাভ বচ্চন পারে, আমি কেন পারব না?

“শক্তিশালী অধিনায়ক হিসেবে আবির্ভূত হবেন শুভমন গিল” — বিশ্বাস কপিল দেবের


ভারত-কানাডা উত্তেজনার প্রেক্ষাপট

  • গত কয়েক বছর ধরে খালিস্তান আন্দোলনকে ঘিরে ভারত–কানাডা সম্পর্ক ক্রমেই তিক্ত হয়েছে।

  • কানাডা সরকার বহু খালিস্তানপন্থীকে ‘অভিব্যক্তির স্বাধীনতা’র নামে আশ্রয় দিয়ে আসছে বলে ভারতের অভিযোগ।

  • SFJ এবং পান্নুন দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী বক্তব্য দিয়ে আসছেন, এবং এবার তাদের টার্গেটে এসেছে ভারতীয় বিনোদন জগতের মুখপাত্ররা।

আরও পড়ুন :

মার্কিন পররাষ্ট্র দপ্তরে গণছাঁটাই, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক ও মানবিক কার্যক্রম

লর্ডসের ফাইফারের পর এমসিসি জাদুঘরে জুতা দান করলেন জসপ্রীত বুমরাহ

ad

আরও পড়ুন: