কেদারনাথ বদ্রিনাথ মন্দির দ্বার বন্ধ ২০২৫
ক্লাউড টিভি ডেস্ক : উত্তরাখণ্ডের চারধাম যাত্রার অন্যতম প্রধান ধাম কেদারনাথ ও বদ্রিনাথ মন্দির শীতকালীন বন্ধের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীর দিন বদ্রিনাথ মন্দির প্রাঙ্গণে পূজার্চনা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়।
পঞ্জিকা গণনার ভিত্তিতে সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর কেদারনাথ মন্দিরের দ্বার বন্ধ হবে। একই দিনে যমুনেত্রী ধামের দরজাও বন্ধ হবে শীত মৌসুমের জন্য। অন্যদিকে, ২৫ নভেম্বর বন্ধ হবে বদ্রিনাথ মন্দিরের দ্বার।
দ্বিতীয় কেদার নামে পরিচিত মদমহেশ্বর মন্দির বন্ধ হবে ১৮ নভেম্বর, ব্রহ্ম মুহূর্তে। এছাড়া তৃতীয় কেদার খ্যাত তুঙ্গনাথ মন্দিরের দ্বার বন্ধ হবে ৬ নভেম্বর।
এ নিয়ে চারধাম যাত্রা মৌসুমও শেষের পথে। এপ্রিল-মে মাসে খুলে দেওয়া এই মন্দিরগুলোতে কয়েক লক্ষ ভক্ত ও পর্যটক পৌঁছান। বিশেষত কেদারনাথ ও বদ্রিনাথের যাত্রাপথে দর্শনার্থীর ভিড় প্রতিবছরই রেকর্ড ছাড়িয়ে যায়। তবে শীতকালে প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে নভেম্বরের শেষ দিক থেকে এপ্রিল পর্যন্ত মন্দিরগুলো বন্ধ রাখা হয়।
১০ মিনিটের যাত্রা, কিন্তু মৃত্যু ফাঁদ! কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ধর্মগুরু এবং বেদ পাঠকেরা পূজা-অর্চনা ও শুভ মুহূর্ত নির্ধারণের পরই এই তারিখ স্থির করেন। বৃহস্পতিবার দুপুরে বিজয়া দশমীর শুভক্ষণে বদ্রিনাথ মন্দির প্রাঙ্গণে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শীতের জন্য দ্বার বন্ধ হলেও দেবতাদের পূজা-অর্চনা চালু থাকে নির্দিষ্ট স্থানান্তর মন্দিরে। কেদারনাথের দেবতা উখিমঠে, বদ্রিনাথের পূজা জোশীমঠে, আর যমুনেত্রীর পূজা খর্শালি গ্রামে সম্পন্ন হয়। ফলে শীতকালেও ভক্তরা দেবতার আরাধনা থেকে বঞ্চিত হন না।
আরও পড়ুন :
পরের বছর পুজো কবে, জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট