Breaking News

KedarnathHelicopterCrash

১০ মিনিটের যাত্রা, কিন্তু মৃত্যু ফাঁদ! কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে বিধ্বস্ত হেলিকপ্টারে মৃত্যু হল ৭ জনের—একজন শিশু-সহ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

KedarnathHelicopterCrash: Tragedy Strikes Tirth Yatra %%page%% %%sep%% %%sitename%%

KedarnathHelicopterCrash

১৪ জুন, উত্তরাখণ্ড: ধর্মীয় তীর্থযাত্রার মাঝে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর পথে উড়তে থাকা একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হল পাইলটসহ মোট সাতজনের (KedarnathHelicopterCrash)। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৫টা ২০ মিনিটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানের একটি দুর্গম জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয়। তীব্র ধোঁয়া দেখা যাওয়ার পরই স্থানীয় বাসিন্দারা খবর দেন, আর তারপর শুরু হয় উদ্ধার অভিযান।

আর্যন এভিয়েশন সংস্থার এই হেলিকপ্টারটি সকালবেলায় কেদারনাথ থেকে গুপ্তকাশীর দিকে রওনা দেয়। মাত্র ১০ মিনিটের এই পথেই ঘটে যায় মর্মান্তিক বিপর্যয়।
গৌরিকুণ্ডের কাছে এক জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্র জানায়, সকাল ৫টা ২০ মিনিটে হঠাৎ গর্জনের মতো শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী।

ঘটনাস্থল ছিল পাহাড়ি এবং দুর্গম হওয়ায় তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করা যায়নি। স্থানীয় লোকজন এবং গবাদি পশুর খোঁজে থাকা একদল মানুষ প্রথম ধোঁয়া দেখে প্রশাসনকে খবর দেন।

প্রাথমিকভাবে যে সাতজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ছিলেন পাইলট, এবং বাকিরা ছয়জন তীর্থযাত্রী—তাঁরা এসেছিলেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরাখণ্ড থেকে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু তীর্থযাত্রীও।

হেলিকপ্টারে যারা ছিলেন, তারা সকলেই কেদারনাথ ধাম দর্শন শেষে ফিরছিলেন। কেদারনাথ যাত্রা চলাকালীন হেলিকপ্টার পরিষেবা ব্যাপকভাবে জনপ্রিয় এবং বিপুলসংখ্যক তীর্থযাত্রী এই সেবার ওপর নির্ভর করেন।

ঘটনার পরেই প্রশ্ন উঠেছে—মাত্র ১০ মিনিটের পথ, তাও আবার এত অভিজ্ঞ রুটে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল?

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে খারাপ আবহাওয়া বা প্রযুক্তিগত ত্রুটি। হেলিকপ্টার নিখোঁজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এরপর স্থানীয়ভাবে জানা যায় দুর্ঘটনার খবর।

বাগমুন্ডির পাহাড় আর অরণ্যের মাঝে অপরূপ সুন্দর খয়রাবেরিয়া (KHAIRABERA)

কিং কোহলি: টেস্ট ক্রিকেটে এক বিরাট অধ্যায়ের নাম

এনডিআরএফ ও এসডিআরএফের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্গম এলাকা ও দুর্বল মোবাইল নেটওয়ার্ক উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়ায়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যম এক্স-এ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি লিখেছেন—

“রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত বেদনাদায়ক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিবারদের প্রতি আমার সমবেদনা এবং আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আর্যন এভিয়েশন সংস্থা থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন :

অবশেষে ধরা পড়ল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, এলাকায় স্বস্তি ও প্রশ্ন একসঙ্গে

সামশেরগঞ্জে ডিউটিরত অবস্থায় বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

ad

আরও পড়ুন: