Breaking News

KhanSirWedding

গোপনে বিয়ে সারলেন ইউটিউব তারকা খান স্যার, ছাত্রদের জন্য থাকছে বিশেষ ভোজ

বিয়ের খবর তিনি নিজেই প্রকাশ করেন একটি লাইভ ক্লাসে

KhanSirWedding: A Teacher's Joyful Announcement %%page%% %%sep%% %%sitename%%

KhanSirWedding

ক্লাউড টিভি ডেস্ক  : ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার, শিক্ষাবিদ ও ‘কানপুর থেকে পাটনা’ হয়ে উঠা মাটির মানুষ খান স্যার সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। বহু ছাত্রছাত্রীর অনুপ্রেরণার উৎস এই শিক্ষক নিজেই ঘোষণা করলেন—তিনি বিয়ে (KhanSirWedding) করেছেন। তবে যথারীতি খান স্যারের ভঙ্গিতে, পুরো বিষয়টাই ছিল চমকপ্রদ, বিনয়ী এবং হৃদয়গ্রাহী।

লাইভ ক্লাসে ঘোষণা, “আমি বিয়ে করেছি।”

ঘটনাটি ঘটে তার একটি ইউটিউব লাইভ ক্লাস চলাকালীন। ক্লাসের মাঝখানে ছাত্রদের এক প্রশ্নের জবাবে হেসে হেসে খান স্যার বলেন, “আমি বিয়ে করেছি।” মুহূর্তেই তার ছাত্রছাত্রীরা উল্লাসে ফেটে পড়ে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার এই ঘোষণার ভিডিও।

এই ঘোষণার পর অনেকেই জানতে চেয়েছেন—কে তার জীবনসঙ্গিনী? কোথায় হল বিয়ের অনুষ্ঠান? কীভাবে এত বড় বিষয় এতদিন গোপন থাকল?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?

ভারতজুড়ে রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, হুমকিতে কাশ্মীরিদের জীবন

কেন গোপন ছিল বিয়ের খবর?

খান স্যার জানান, তার বিয়ের সময়ই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছিল। দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তিনি চাননি তখন নিজের ব্যক্তিগত আনন্দ সামনে আনতে। ফলে, অত্যন্ত গোপনে, সরলভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

তিনি বলেন, “সে সময় সীমান্তে সমস্যা চলছিল। আমি চেয়েছিলাম দেশের প্রতি নিজের দায়িত্ব আগে পালন করতে। তাই বিয়ের খবর প্রকাশ করিনি।”

স্ত্রী কে?

সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, তার স্ত্রীর নাম এ.এস. খান। তবে তার পেশা বা বিয়ের স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অনেকেই অনুমান করছেন, স্ত্রী হয়তো শিক্ষাক্ষেত্রের সঙ্গেই যুক্ত, কারণ খান স্যার একজন অত্যন্ত দায়িত্ববান ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে পরিচিত।

 ছাত্রদের জন্য ভোজ, পাটনায় রিসেপশন

খান স্যার তার ছাত্রদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ ভোজের আয়োজন করেছেন, যা ৬ জুন অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ২ জুন পাটনায় একটি রিসেপশন পার্টির আয়োজনও করা হয়েছে, যেখানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও সহকর্মীরা উপস্থিত থাকবেন।

ছাত্রদের উদ্দেশ্যে খান স্যার বলেন, “তোমরা তো আমার পরিবার। আমি যদি তোমাদের না জানাই, তাহলে কাকে জানাব?” এমন মানবিক বক্তব্যে আবারও প্রমাণিত হয়, কেন খান স্যার এত জনপ্রিয় ও প্রিয়।

আরও পড়ুন :

“বিরাট কখনও হাল ছাড়েন না, সেটা ঘরের মাঠ হোক বা বিদেশের” : জাদেজা

এবার কি আইপিএলে শিরোপা খরা কাটাতে পারবেন কোহলি?

ad

আরও পড়ুন: