Breaking News

বিরাট কোহলি ফিটনেস টেস্ট লন্ডন

কোহলির জন্য বিশেষ নিয়ম ভারতের, পরীক্ষা দিলেন লন্ডনে বসে

বিসিসিআইয়ের বিশেষ অনুমতিতে লন্ডন থেকে ফিটনেস টেস্ট দিয়েছেন বিরাট কোহলি। নিয়ম ভাঙা হয়নি দাবি করলেও শুরু হয়েছে বিতর্ক।

লন্ডনে বসেই ফিটনেস টেস্ট দিলেন কোহলি, বিশেষ নিয়মে বিতর্কে বিসিসিআই

বিরাট কোহলি ফিটনেস টেস্ট লন্ডন

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু এবার তাকে ঘিরে উঠেছে নতুন বিতর্ক। কারণ, ফিটনেস টেস্ট দেওয়ার জন্য যেখানে দলের অন্য সব খেলোয়াড়কে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)-তে হাজির হতে হয়েছে, সেখানে কোহলি বিশেষ নিয়মে লন্ডন থেকেই পরীক্ষা দিয়েছেন।

কিছুদিন ধরেই কোহলি স্ত্রী অনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে অবস্থান করছেন। পরিবারকে সময় দেওয়া এবং ভবিষ্যতে সেখানে স্থায়ী হওয়ার প্রস্তুতি নিয়েই আপাতত ইংল্যান্ডে থাকছেন তিনি। তবে ভারতীয় দলে খেলা চালিয়ে যেতে হলে বোর্ডের নিয়ম অনুযায়ী ফিটনেস টেস্ট পাস করতেই হবে। এজন্য কোহলি বিসিসিআইয়ের কাছে বিশেষ ছাড় চান।

বিসিসিআই অনুমতি দেওয়ায় কোহলি লন্ডনেই এই পরীক্ষা দেন এবং সহজেই উত্তীর্ণ হন। তবে প্রশ্ন উঠেছে, কেন শুধু তার জন্যই এই ব্যতিক্রমী নিয়ম করা হলো? দলের বাকিদের মতো তাকে কেন এনসিএ-তে হাজির হতে হলো না?

রোহিত শর্মা, শুভমন গিল, মোহাম্মদ সিরাজসহ দলের অন্য সদস্যরা ফিটনেস টেস্টের জন্য বেঙ্গালুরুতে গিয়েছেন। কিন্তু কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি দেশের বাইরে বসে পরীক্ষা দিলেন। ফলে দলের ভেতরে ও বাইরে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বোর্ড শুধু কোহলির মর্যাদার কারণে বাড়তি সুবিধা দিচ্ছে, যা ন্যায়সংগত নয়।

বিসিসিআইই (BCCI) বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড, ধারে কাছে কেউ নেই

এক বছরে বিসিসিআইয়ের আয় প্রায় ১০ হাজার কোটি!

বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কোহলি নিশ্চয়ই অনুমতি নিয়েই এই টেস্ট দিয়েছেন। নিয়ম ভাঙা হয়নি।” তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়রা একই সুবিধা চাইলে বোর্ড রাজি হবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে ফিটনেস টেস্টের বিষয়টি অত্যন্ত কড়াকড়িভাবে মানা হয়ে আসছে। এনসিএতে এই পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল। এবার কোহলির জন্য নিয়ম আলাদা করায় অনেকে আশঙ্কা করছেন, ভবিষ্যতে অন্য খেলোয়াড়রাও একই ছাড় চাইতে পারেন। এতে শৃঙ্খলা ও ন্যায্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিরাট কোহলি সবসময়ই ফিটনেসের দিক থেকে উদাহরণ। তার ক্যারিয়ারে কখনো বড় ধরনের ফিটনেস সমস্যার অভিযোগ ওঠেনি। বরং তিনি ভারতীয় দলের তরুণদের জন্য অনুপ্রেরণা। তাই বোর্ড হয়তো মনে করেছে, কোহলিকে কেন্দ্র করে অযথা যাতায়াতের চাপ না দিয়ে এই সুযোগ দেওয়া যায়।

বিরাট কোহলি এখনও ওয়ানডে ক্রিকেট খেলে যেতে চান। আসন্ন সিরিজ ও টুর্নামেন্টগুলোতে তাকে দেখা যাবে ভারতীয় দলে। ফলে এই ফিটনেস টেস্ট ছিল বাধ্যতামূলক। টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার খেলার পথ আরও পরিষ্কার হলো।

আরও পড়ুন :

ad

আরও পড়ুন: