Breaking News

Lalramsanga EBFC2025

তিন বছরের চুক্তিতে লাল-হলুদে রামসাঙ্গা: মাঝমাঠে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

মিজোরামের উদীয়মান মিডফিল্ডার লালরামসাঙ্গা ত্লাইচুন তিন বছরের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিলেন। গত মরসুমে রিয়াল কাশ্মীরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এই ফুটবলার এবার লাল-হলুদ ব্রিগেডের মাঝমাঠে নতুন প্রাণ সঞ্চার করবেন বলেই আশাবাদী কোচ এবং সমর্থকরা।

Lalramsanga EBFC2025 Joins East Bengal Club %%page%% %%sep%% %%sitename%%

Lalramsanga EBFC2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : মিজোরামের প্রতিভাবান মিডফিল্ডার লালরামসাঙ্গা ত্লাইচুন (Lalramsanga EBFC2025) আগামী তিন মরসুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। আইজল এফসি-তে ক্যারিয়ার শুরু করে গত মরসুমে রিয়াল কাশ্মীরের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখানো এই ফুটবলার এবার ঐতিহ্যবাহী লাল-হলুদ জার্সিতে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। তার আগমনে আরও মজবুত হচ্ছে ক্লাবের দেশীয় মিডফিল্ড ইউনিট।

গত আইলিগ মরসুমে রিয়াল কাশ্মীরের জার্সিতে ২১টি ম্যাচে মাঠে নামেন রামসাঙ্গা। তার মধ্যে তিনটি গোল এবং একাধিক অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রেখে খেলা এই মিডফিল্ডারকে ঘিরেই দলের মাঝমাঠের পরিকল্পনা সাজাচ্ছেন ইস্টবেঙ্গলের কোচরা। ক্লাব সূত্রে খবর, তার পজিশন সেন্স, পাসিং অ্যাকিউরেসি ও আক্রমণভাগে অবদান বিবেচনায় নিয়েই তাকে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করানো হয়েছে।

ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

রামসাঙ্গা জানিয়েছেন, “ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান আমার কাছে স্বপ্ন পূরণের মতো। এই ক্লাবের ঐতিহ্য অনেক পুরনো এবং এখানকার সমর্থকরাও খুব আবেগপ্রবণ। আমি চাই, মাঠে নিজের সেরাটা দিয়ে দলের জন্য কিছু করতে।”

ইস্টবেঙ্গলের সিইও দেবব্রত সরকার বলেন, “রামসাঙ্গার মতো প্রতিভাবান ফুটবলারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেওয়া আমাদের জন্য ইতিবাচক পদক্ষেপ। ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আশা করছি, ও ইস্টবেঙ্গলকে অনেক ম্যাচে জয় এনে দেবে।”

এই চুক্তিকে ঘিরে সমর্থকদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। মিজোরামের ফুটবলাররা সাধারণত পরিশ্রমী ও কৌশলী হয়ে থাকেন। তাই রামসাঙ্গার আগমন লাল-হলুদ ব্রিগেডে নতুন প্রাণসঞ্চার করবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুব ফুটবলারদের দিকনির্দেশনাও দিতে পারবেন তিনি।

এবারের মরসুমে ইস্টবেঙ্গল বেশ কয়েকজন দেশীয় ফুটবলারকে দলে টানছে। ম্যানেজমেন্টের পরিকল্পনা, প্রথম একাদশে ভারতীয়দের সংখ্যা বাড়িয়ে তাতে গভীরতা আনা। সেই লক্ষ্যেই রামসাঙ্গাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন :

লর্ডসে শচীনের জয়গাথা! এমসিসি গ্যালারিতে টেন্ডুলকারের প্রতিকৃতি উন্মোচন

ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত: আর্জেন্টিনা শীর্ষে, শীর্ষ দশে ফিরল ক্রোয়েশিয়া — ভারত ছয় ধাপ পিছিয়ে

ad

আরও পড়ুন: