Breaking News

Lata Mangeshkar Hospital Pune

লতা মঙ্গেশকরের নামে নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল

পুনের নান্দোশিতে এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল তৈরি হচ্ছে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে। ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’-এ থাকবে এক হাজার শয্যা ও আধুনিক স্বাস্থ্যসুবিধা।

Lata Mangeshkar Hospital Pune : গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল

Lata Mangeshkar Hospital Pune

ক্লাউড টিভি ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, ভারতরত্ন লতা মঙ্গেশকর-এর নামে তৈরি হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল। ভারতের পুনে শহরের নান্দোশি এলাকায় গড়ে উঠবে এই আধুনিক চিকিৎসাকেন্দ্র, যার নামকরণ করা হয়েছে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (LMIMS)’। এক হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি নির্মাণ করবে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (LMMF) — যা লতা মঙ্গেশকরের পরিবারের উদ্যোগে গঠিত একটি স্বাস্থ্যসেবা ট্রাস্ট।

লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা থেকে অনুপ্রেরণা

ডা. ধনঞ্জয় কেলকর, এলএমএমএফ-এর ট্রাস্টি এবং প্রকল্পের প্রধান, ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন,

“আমরা বর্তমানে সরকারি অনুমতির অপেক্ষায় আছি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকেই নির্মাণকাজ শুরু হবে। আমাদের লক্ষ্য হলো ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’-কে এশিয়ার অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।”

এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একটি হাসপাতাল নয়, বরং লতা মঙ্গেশকরের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজসেবার উত্তরাধিকারও সংরক্ষিত থাকবে। জীবদ্দশায় সংগীতের পাশাপাশি মানবিক উদ্যোগে তিনি বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন — এবার তাঁর নামেই গড়ে উঠছে এই মহৎ উদ্যোগ।

আধুনিক প্রযুক্তিতে সাজানো হাসপাতাল

সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালটিতে থাকবে—

  • অত্যাধুনিক আইসিইউ ও কার্ডিয়াক কেয়ার ইউনিট

  • ক্যানসার ও ট্রান্সপ্লান্ট বিশেষায়িত বিভাগ

  • নারী ও শিশু চিকিৎসা কেন্দ্র

  • মেডিকেল রিসার্চ এবং ট্রেনিং ইনস্টিটিউট

  • দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকল্পটি সম্পূর্ণ হলে, এটি শুধুমাত্র পশ্চিম ভারতের নয়, গোটা এশিয়ার অন্যতম বৃহৎ ও উন্নত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

 সংগীতজগত ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া

সংগীতজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উদ্যোগকে লতা মঙ্গেশকরের প্রতি প্রকৃত শ্রদ্ধা হিসেবে দেখছেন। গায়িকা শ্রেয়া ঘোষাল টুইট করে লিখেছেন,

“লতা দিদি ছিলেন আমাদের প্রেরণা। তাঁর নামে হাসপাতাল তৈরি হওয়া মানে সমাজে তাঁর অবদান আরও এক ধাপ অমর হলো।”

সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সংগীতের দেবী লতা মঙ্গেশকর এবার মানুষের আরোগ্যের প্রতীক হয়ে উঠবেন।

চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করল একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক হাসপাতাল

কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম রেলসেতু জয়ের নেপথ্যে কে এই মাধবী লতা?

প্রকল্পের অনুমোদন পেলে ২০২5 সালের ডিসেম্বরেই নির্মাণকাজ শুরু হবে। প্রাথমিকভাবে তিন বছর সময় ধরে ধাপে ধাপে হাসপাতালটি গড়ে তোলা হবে। পুনের পাশাপাশি মুম্বাই এবং নাগপুরেও লতা মঙ্গেশকর ফাউন্ডেশন ভবিষ্যতে ছোট আকারের স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।

ভারতীয় সংগীতের ইতিহাসে লতা মঙ্গেশকর এক কিংবদন্তি নাম। সাড়ে সাত দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতজগতে রাজত্ব করেছেন তিনি। চলচ্চিত্র সংগীতে তাঁর অবদান তুলনাহীন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন এই সুরসম্রাজ্ঞী।
আজ, তাঁর নামেই যখন স্বাস্থ্যসেবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে, তখন দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে — যেন সংগীতের মতোই মানবসেবার সুর ছড়িয়ে পড়ছে নতুন এক অধ্যায়ে।

আরও পড়ুন :

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো পেলেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার, গণতন্ত্রের লড়াইয়ের বিশ্বস্বীকৃতি

নোবেল সাহিত্য পুরস্কার ২০২৫: হাঙ্গেরির লাস্লো ক্র্যাজনাহর্কাইয়ের হাতে গৌরবময় সম্মান

ad

আরও পড়ুন: