London train stabbing attack
							ক্লাউড টিভি ডেস্ক: লন্ডনের ব্যস্ত ট্রেন পরিষেবায় ভয়াবহ ছুরিকাঘাতে কেঁপে উঠল সমগ্র ব্রিটেন। শনিবার সকালে এক চলন্ত ট্রেনের ভেতর ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলার পর মুহূর্তেই রক্তে ভেসে যায় কোচটা। এমনকি যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। ফলে গোটা যাত্রাপথ মুহূর্তে রূপ নেয় দুঃস্বপ্নে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক যাত্রী আচমকা অন্য এক যাত্রীর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দেখা যায়, যাত্রীদের সামনে রক্ত ঝরছে। তাই অনেকে দ্রুত সেখান থেকে সরে যান। তবে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে।
এদিকে ব্রিটিশ পরিবহণ দপ্তর জানিয়েছে, সকাল ৭:২৫ মিনিটে সাউথ লন্ডনের এই ট্রেন ভ্রমণ মুহূর্তে হিংসার থিয়েটারে পরিণত হয়। কিন্তু তখন ট্রেনে থাকা যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারেননি। পরে সবাই আতঙ্কে ট্রেনের ভিতর দৌড়াদৌড়ি শুরু করেন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “রক্ত ছিটকে পড়ছিল সামনে। সত্যিই ভয়াবহ দৃশ্য। সবাই চিৎকার করছিল।”
যদিও হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতাই মূল কারণ বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। তবে তদন্তকারীরা এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছেন না। ফলে সাধারণ যাত্রীদের স্বস্তি মিলেছে কিছুটা।
এমন ভয়াবহ দৃশ্য খুবই বিরল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপে জনবহুল স্থানে হঠাৎ ছুরি হামলার ঘটনা বেড়েছে। তাই ব্রিটিশ পুলিশ দ্রুত এলাকায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
রেলে বিমানবন্দরের ধাঁচে লাগেজ চেকিং, ৩৫ কেজির বেশি লাগেজে গুনতে হবে বাড়তি ভাড়া
তাঞ্জানিয়ায় নির্বাচনের পর রক্তক্ষয়ী বিক্ষোভ: বিরোধীদের দাবি ৭০০-রও বেশি নিহত
তবে প্রশ্ন উঠেছে, ব্যস্ত সময়ে ট্রেনে এমন ঘটনা ঘটল কীভাবে? অনেকেই অভিযোগ করছেন, নিরাপত্তা আরও কঠোর করা দরকার। কারণ প্রতিদিন লাখো মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু যদি এমন ঘটনা মাঝরাস্তায় ঘটে, তখন নিজের সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে?
তবে প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের উদ্দেশ্য খতিয়ে দেখা হবে। ফলে তদন্তের ফলাফলের উপর নজর রয়েছে সকলের।
ঘটনার পর বহু যাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকেই বলেছেন, “এখন ট্রেনে উঠতে ভয় লাগছে।” যদিও ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলছে, এমন ঘটনা বিরল।
অবশ্যই পুলিশ উপস্থিত থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তাই ট্রেন পরিষেবা সচল রয়েছে। যাত্রীরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন।
লন্ডনের মতো উন্নত শহরেও হঠাৎ এমন ছুরি হামলা প্রশ্ন তুলছে নাগরিক নিরাপত্তা নিয়ে। তবে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :
বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে অ্যাম্বুলেন্সের ধাক্কা, স্কুটারে থাকা দম্পতির করুণ মৃত্যু
মোকামায় জন সুরাজের কর্মীর হত্যাকাণ্ডে উত্তাল বিহার, জেডিইউ প্রার্থী অনন্ত সিংহ গ্রেফতার