LPGPriceCut
কলকাতা, ১ জুলাই: মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে স্বস্তির হাওয়া। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ১৯ কেজির এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম কমানো (LPGPriceCut) হয়েছে ৫৮.৫০ টাকা। এই সিদ্ধান্তে খুশি হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি।
দিল্লিতে যেখানে আগে এই গ্যাসের সিলিন্ডার ছিল ১৭২৩ টাকা, তা কমে হয়েছে ১৬৬৫ টাকা। আর কলকাতায় এই সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা, যা এখন দাঁড়িয়েছে ১৭৪৪ টাকায়।
তবে এখানেই শেষ নয়। এই বছর কেন্দ্র ইতিমধ্যেই তিনবার বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (LPGPriceCut) কমিয়েছে।
ফেব্রুয়ারি মাসে ৭ টাকা
এপ্রিল মাসে ৪১ টাকা
জুন মাসে ২৪ টাকা
এবার জুলাই মাসে আরও ৫৮.৫০ টাকার ছাড় ঘোষণা করে চতুর্থ দফায় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার।
তবে গৃহস্থের হেঁশেলে নেই সেই স্বস্তি।
ঘরের রান্নার গ্যাস, অর্থাৎ ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য যা হতাশাজনক খবর।
কেন্দ্র এখনও পর্যন্ত গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও হ্রাসের ঘোষণা করেনি।
অতীতের ময়দান: জ্যোতিষ গুহ থেকে ধীরেন দের সামনে তখন খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটাই ছিল বিরাট ব্যাপার
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা (LPGPriceCut) এবং ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে গৃহস্থালি গ্যাসে ভর্তুকি বা ছাড় না থাকায় সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
আরও পড়ুন :
‘কৌশলগত মিত্র’ ভারতের প্রশংসা করল হোয়াইট হাউস, মোদি-ট্রাম্প সম্পর্ক নিয়েও মন্তব্য
উইম্বলডনে র্যাকেট ও র্যাম্পের লড়াই: আলোচনায় মডেল টেনিস তারকা কারসন ব্র্যানস্টিন