Madhyamik 2025
কলকাতা, ২ মে ২০২৫ (ক্লাউড টিভি): আজ প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ বছর পাশের হার ৮৬.৫৬%, যা গত বছরের তুলনায় বেশ কিছুটা বেশি। শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে গোটা রাজ্য জুড়ে।
এই বছর মাধ্যমিক (Madhyamik 2025) পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ এবং ছাত্রী ৫,৫৫,৯৫০। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ হাজার। সংখ্যার দিক থেকে যেমন বাড়তি অংশগ্রহণ, তেমনই ফলাফলেও এসেছে ইতিবাচক পরিবর্তন।
প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র অদৃত সরকার। তাঁর অসাধারণ ফলাফলে গোটা জেলা গর্বিত। দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন—মালদার রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তৃতীয় স্থান দখল করেছেন বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী।
এবারের পরীক্ষায় (Madhyamik 2025) প্রথম দশে জায়গা পেয়েছেন মোট ৬৬ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে অধিকাংশই রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে উঠে আসা, যা প্রমাণ করে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও শিক্ষার মান দ্রুত উন্নত হচ্ছে।
বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে আনতে চলেছে রাজ্য সরকার : শিক্ষামন্ত্রী – BRATYA BASU
আইসিএসই-তে ৯৯.০৪% নম্বর! দেশজুড়ে নজর কাড়লেন হুগলির রাজদীপ ব্যানার্জি
পাশের হারে জেলাভিত্তিক শীর্ষস্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে পাহাড়ি জেলা কালিম্পং। কলকাতা রয়েছে তৃতীয় স্থানে।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইন ওয়েবসাইট বা এসএমএস-এর মাধ্যমে নিজের রোল নম্বর দিয়ে ফল জানতে পেরেছে। ওয়েবসাইটে প্রবল চাপ দেখা গেলেও সার্ভার বেশিরভাগ সময় ঠিকঠাক কাজ করেছে।
রাজ্যজুড়ে স্কুলগুলিতে দেখা যায় আনন্দের ঝলক। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে শুরু করেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিশেষ করে প্রথমস্থানাধিকারী অদৃত সরকারের বাড়িতে ও স্কুলে চলছে উদ্যাপনের পালা।
অদৃত সরকার জানান, “আমি নিয়মিত পড়াশোনা করেছি। সোশ্যাল মিডিয়া, ফোন ইত্যাদি থেকে দূরে ছিলাম। বাবা-মা ও শিক্ষকদের দিকনির্দেশনায় আজকের এই ফলাফল।”
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবার কিছু নতুন মূল্যায়ন পদ্ধতিও প্রয়োগ হয়েছিল, যার সুফল পাওয়া গিয়েছে বলে মনে করছে শিক্ষা মহল।
এবার মাধ্যমিক পরীক্ষার সাফল্যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগও খুশি। পর্ষদ জানিয়েছে, আগামী বছর আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলপ্রকাশের প্রক্রিয়াকে আরও সহজতর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
#Madhyamik2025 #WestBengalBoardResults #TopperAdritSarkar #BanglarShikkha
আরও পড়ুন :
উদ্বোধনেই ২ লক্ষ পুণ্যার্থীর ঢল, দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন কখন?