Breaking News

MahuaPinakiWedding

মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের ‘অপারেশন সিঁদুর’: জার্মানিতে নিভৃত বিবাহে দুই রাজনীতিকের নতুন অধ্যায়

বিষয়টি নিয়ে তৃণমূল বা বিজেডি—দুই দলই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি

MahuaPinakiWedding: A Private Union Abroad %%page%% %%sep%% %%sitename%%

MahuaPinakiWedding

কলকাতা/বার্লিন: রাজনীতির মাঠে তুমুল বিতর্কিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বর্ষীয়ান আইনজীবী ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র তাঁদের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে (MahuaPinakiWedding) পা রাখলেন। সোশ্যাল মিডিয়ায় ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত এই ঘটনা ঘিরে চলছে আলোড়ন। কারণ, এই বিয়ে এতটাই গোপনে এবং দূরদেশে—জার্মানিতে—হয়েছে যে অনেক ঘনিষ্ঠ সহকর্মীরাও অবাক হয়েছেন।

মহুয়া ও পিনাকীর ঘনিষ্ঠতা রাজনীতির বাইরেও বহুদিনের। উভয়েই উচ্চশিক্ষিত, ইংরেজিতে সাবলীল, এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। মহুয়া ছিলেন এক সময় লন্ডনের JP Morgan Chase-এ ইনভেস্টমেন্ট ব্যাংকার, আর পিনাকী সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট।

২০২৫ সালের মে মাসের শেষদিকে তাঁরা জার্মানির কোনও এক শান্ত শহরে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিবাহে উপস্থিত ছিলেন না কোনও রাজনৈতিক হেভিওয়েট, কোনও মিডিয়ার প্রতিনিধিও ছিলেন না।

শুক্রবার ‘সিক লিভ’, শনি-রবিবার কুর্গে আরাম! ভাইরাল ভিডিও দেখে রেগে আগুন কোম্পানি, বন্ধ WFH!

হানিমুন ট্র্যাজেডি: মেঘালয়ে নিখোঁজ ইন্দোর দম্পতির রহস্যজনক পরিণতি

বিষয়টি নিয়ে তৃণমূল বা বিজেডি—দুই দলই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অনেকের মতে, এটি একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং রাজনৈতিক ব্যাখার প্রয়োজন নেই। তবে রাজনীতিতে যখন ব্যক্তিগত সম্পর্কও কখনো কখনো নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলে, তখন এই বিয়েকে একেবারে হালকাভাবে দেখার পক্ষেও অনেকে নন।

বিশেষত, মহুয়া মৈত্র ২০২৩ সালে লোকসভা থেকে ‘ক্যাশ ফর কোয়েরি’ কেলেঙ্কারিতে বিতাড়িত হন। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে পুনরায় জয়ী হন। অন্যদিকে, পিনাকী মিশ্র ২০২৪ সালে আর প্রার্থী হননি, যা নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা চলেছিল।

এই বিয়ে আরও একবার তুলে ধরেছে—ভারতের মতো দেশে একজন নারী রাজনীতিক কিভাবে নিজের জীবন বেছে নেন। মহুয়া বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন, কিন্তু তেমনভাবেই নিজের বক্তব্য বা ব্যক্তিত্বে তিনি আপসহীন। তাঁর এই বিবাহ সেই দৃঢ় মনোভাবেরই বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেক অনুগামী।

আরও পড়ুন :

রামের মুখে প্রাক্তন বামনাম : সাংগঠনিক রদবদলে লালমুখী হচ্ছে গেরুয়া শিবির

অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’: বাম আমলের শিক্ষা দুর্নীতি আর মনীষা অন্তর্ধান এবার রূপালি পর্দায়

ad

আরও পড়ুন: