দ্রুতগতির ২০০ হেলিকপ্টার কিনছে ভারত: শেষ হতে চলেছে চেতক ও চিতা হেলিকপ্টারের যুগ

ভারতীয় সেনা ও বিমানবাহিনীর পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারের যুগ শেষ হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০টি আধুনিক LUH কেনার প্রক্রিয়া শুরু করেছে, যা সীমান্ত নজরদারি থেকে শুরু করে দুর্যোগ সহায়তা পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহৃত হবে।