MalaysiaEntryIssue IndianTravellersDenied
ক্লাউড টিভি ডেস্ক | আন্তর্জাতিক প্রতিবেদন: ভিসা ফ্রি এন্ট্রি থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় ঢুকতে পারলেন না ১০ ভারতীয় নাগরিক (MalaysiaEntryIssue IndianTravellersDenied)। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) মালয়েশিয়ার অভিবাসন ও নিরাপত্তা সংস্থা AKPS-এর অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে। মাত্র কয়েক মাস আগেই ভারত সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত ভ্রমণ অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার, যার সময়সীমা ২০২6 সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই সুযোগ থাকলেও মালয়েশিয়ার মাটিতে পা রাখার অধিকার স্বয়ংক্রিয় নয়।
ঘটনা কীভাবে ঘটল?
গত শুক্রবার KLIA বিমানবন্দরে ৭ ঘণ্টাব্যাপী এক “অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং অপারেশন” (APSO) চালায় AKPS, যেখানে বিভিন্ন উচ্চ-ঝুঁকিপূর্ণ ফ্লাইট থেকে আগত যাত্রীদের স্ক্যান করা হয়। প্রায় ৪০০ জন যাত্রীর নথিপত্র খতিয়ে দেখে মালয়েশিয়া ইমিগ্রেশন। এই অভিযানে ৯৯ জনকে প্রবেশ করতে না দিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ছিলেন—
৮০ জন বাংলাদেশি
১০ জন ভারতীয়
৯ জন পাকিস্তানি
বাকিরা আফ্রিকার বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া এবং মায়ানমারের নাগরিক।
কারাবন্দিদের তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত: কূটনৈতিক যোগাযোগে বার্ষিক প্রক্রিয়া
⚠️ কেন ফিরিয়ে দেওয়া হল ভারতীয়দের?
যদিও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ফ্রি ৩০ দিনের ভ্রমণ অনুমোদিত, তবুও প্রত্যেক বিদেশিকে প্রবেশের আগে একটি নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ১০ ভারতীয় নাগরিকের ক্ষেত্রে:
প্রবেশের উদ্দেশ্য অস্পষ্ট ছিল
তারা সঠিক দলিলপত্র দেখাতে পারেননি
পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস বা অবস্থান ছিল সন্দেহজনক
কেউ কেউ Malaysia Digital Arrival Card (MDAC) সঠিকভাবে পূরণ করেননি
সন্দেহ ছিল আবাসন ও পেশাগত উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা
এই সমস্ত কারণে তাঁদের প্রবেশ অনুমতি দেওয়া হয়নি এবং আন্তর্জাতিক নিয়ম মেনে তাঁদের ফেরত পাঠানো হয়।
প্রসঙ্গ ও বিতর্ক
মালয়েশিয়ার এই ‘সিলেক্টিভ স্ক্রিনিং’ ঘিরে বিতর্ক উঠেছে। কেউ কেউ বলছেন, এটা জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া, আবার অনেকে মনে করছেন বর্ণবাদের সূক্ষ্ম চর্চা। কারণ, গত মাসেও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের একাংশকে একইভাবে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল।
মালয়েশিয়ার অবস্থান
মালয়েশিয়া সরকার বারবার জানিয়েছে, তারা পর্যটন ব্যাবসাকে উদ্দীপিত করতে চায়, কিন্তু মানবপাচার, অবৈধ কর্মসংস্থান ও নিরাপত্তাজনিত কারণে যেকোনো সন্দেহজনক যাত্রীর প্রবেশ রুখতে প্রস্তুত। KLIA-তে এখন উন্নত বায়োমেট্রিক স্ক্যানিং, রিয়েলটাইম ডেটাবেস ও ম্যানুয়াল ইন্টারভিউ চলছে।
ভারতের দৃষ্টিভঙ্গি
ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানায়নি, তবে কূটনৈতিক মহলে বিষয়টি নজরে এসেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের তরফে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
আরও পড়ুন :
বেহাল রাস্তা কেড়ে নিল প্রাণ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ গ্রামবাসীদের