Breaking News

MaoistEncounter PappuLohra

ঝাড়খণ্ডে এনকাউন্টারে নিহত জেজেএমপি প্রধান পাপ্পু লোহার, মাওবাদী আন্দোলনে বড় ধাক্কা

পাপ্পুর মাথার দাম ₹১০ লক্ষ, প্রভাতের ₹৫ লক্ষ; ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার

MaoistEncounter PappuLohra: A Fatal Clash in Jharkhand %%page%% %%sep%% %%sitename%%

MaoistEncounter PappuLohra

লাতেহার, ঝাড়খণ্ড | ২৪ মে ২০২৫ঝাড়খণ্ডের লাতেহার জেলার ইচাবার জঙ্গলে শনিবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত মাওবাদী ছত্রভঙ্গ সংগঠন ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদের (জেজেএমপি) প্রধান পাপ্পু লোহার (MaoistEncounter PappuLohra) ও তার ডেপুটি প্রভাত গঞ্জু। পাপ্পুর মাথার দাম ছিল ₹১০ লক্ষ এবং প্রভাতের ₹৫ লক্ষ। এই অভিযানে আরও এক সন্দেহভাজন মাওবাদী আহত অবস্থায় আটক হয়েছেন, এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ইচাবার জঙ্গলে অভিযান চালায়। ভোরবেলা মাওবাদীরা গুলি চালালে পাল্টা গুলিতে পাপ্পু ও প্রভাত নিহত হন। ঘটনাস্থল থেকে একটি INSAS রাইফেল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাপ্পু লোহার ৬০-৭০টি অপরাধমূলক মামলায় অভিযুক্ত ছিলেন, যার মধ্যে খুন, চাঁদাবাজি ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা উল্লেখযোগ্য।

এই অভিযানে জেজেএমপি কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। এর আগে, মে ২০২৩-এ PLFI প্রধান দিনেশ গোপে গ্রেফতার হন এবং মার্চ ২০২৫-এ TSPC নেতা আকরমান গঞ্জু ধরা পড়েন। সম্প্রতি ছত্তিশগড়ে CPI (মাওবাদী) সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ও আরও ২৬ জন মাওবাদী নিহত হন। এই ধারাবাহিক অভিযানে মাওবাদী আন্দোলন বড় ধাক্কা খেয়েছে।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ বিদেশি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল সেনাবাহিনী

নাহিদ ইসলামের উস্কানিমূলক পোস্টে বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক


ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) অমোল হোমকার বলেন, “এই অভিযানে জেজেএমপি-র শক্তি ভেঙে পড়েছে। আমরা PLFI, TSPC সহ অন্যান্য ছত্রভঙ্গ গোষ্ঠীর বিরুদ্ধেও অভিযান চালাচ্ছি।” কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আহত পুলিশ সদস্যকে হাসপাতালে দেখে বলেন, “নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাওবাদী হুমকি কমছে।”

আরও পড়ুন :

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

কলকাতা ও মগরাহাটে হদিশ মিলল তিন করোনা আক্রান্তের, সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর

ad

আরও পড়ুন: