MattDeitke
ক্লাউড টিভি ডেস্ক: আজকের প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে যাঁরা ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম ম্যাট ডাইটকে। মাত্র ২২ বছর বয়সেই প্রযুক্তি দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ (MattDeitke)। বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা Meta-র কাছ থেকে প্রস্তাব এলেও সেটিকে ফিরিয়ে দেন ম্যাট। আর ঠিক তখনই সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে উদ্যোগ নেন মার্ক জুকারবার্গ।
সংক্ষেপে ম্যাট ডাইটকে:
বয়স: ২২
দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
পরিচিতি: AI স্টার্টআপ ‘[Cognition AI]’-এর সহ-প্রতিষ্ঠাতা
AI প্রজেক্ট: ডেভেলপ করেছেন ‘Devin’ নামে একটি অটোনমাস AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ম্যাট ডাইটকে খুব অল্প বয়স থেকেই প্রোগ্রামিংয়ে আগ্রহী ছিলেন। হাইস্কুল থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেন। পড়াশোনার পাশাপাশি নিজস্ব কিছু কোডিং প্রোজেক্ট নিয়ে পরীক্ষানিরীক্ষা করতেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি Cognition AI নামে একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হন, যেটি Devin নামের AI টুল তৈরি করে বিশ্বে আলোড়ন ফেলে।
চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করল একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক হাসপাতাল
“এটি সেই ছবি নয়, যা আমি ১২ বছর আগে করেছি”— রাঞ্জনা-র AI সংস্করণ নিয়ে ধনুশের তীব্র প্রতিক্রিয়া
‘Devin’ এমন একটি AI সিস্টেম, যা নিজে নিজে কোড লিখতে, পরীক্ষা চালাতে এবং এমনকি প্রোজেক্ট ডিপ্লয় করতেও সক্ষম। সহজ ভাষায়, এটি এমন এক রোবট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে আপনি কোনও কাজ দিলে সে নিজে থেকেই বুঝে তা সম্পন্ন করে ফেলে।
Meta সংস্থার মতো জায়ান্ট যখন ম্যাটের প্রতিভা দেখে তাঁকে অফার পাঠায়, তখন অনেকেই মনে করেছিলেন তিনি একবাক্যে রাজি হবেন। কিন্তু ম্যাট স্পষ্ট জানিয়ে দেন, তিনি তাঁর নিজস্ব ভিশন অনুসরণ করতে চান। Meta-র প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় চমকে যান অনেকে। তবে এরপরেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে — নিজেই ম্যাটের সঙ্গে দেখা করেন মার্ক জুকারবার্গ। তাঁকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ম্যাট নিজের পথেই অনড় থাকেন।
ম্যাটের এই সিদ্ধান্তের পর থেকেই তিনি টুইটার (X), লিঙ্কডইন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। ‘Young AI genius’, ‘Rebel coder’ ইত্যাদি নামে ডাকতে থাকেন অনেকে।
ম্যাট বিশ্বাস করেন, ভবিষ্যতে AI কেবল মানুষের সহায়কই হবে না, বরং নিজস্ব চিন্তাভাবনাও করতে পারবে। Devin-এর মতো AI টুলগুলিই একদিন বৃহৎ সফটওয়্যার প্রজেক্ট নিজে নিজে করতে পারবে। তবে, তাঁর মতে, এই প্রযুক্তি ব্যবহারে সতর্কতা ও মানবিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন :
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, শোকস্তব্ধ রাজ্য ও দেশজুড়ে রাজনৈতিক মহল
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা: তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত