Pratiti Pal
শিলিগুড়ি, ২ মে ২০২৫ (ক্লাউড টিভি): বাংলার ক্রীড়াক্ষেত্রে ফের এক দৃষ্টান্ত স্থাপন করলেন শিলিগুড়ির তরুণী প্রতীতি পাল (Pratiti Pal)। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ছয় দেশীয় সাউথ এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ একাই চারটি সোনার পদক জিতে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করলেন এই উদীয়মান টেবল টেনিস তারকা।
গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং স্বাগতিক নেপালের প্রতিযোগীরা অংশ নেন। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করে প্রতীতি (Pratiti Pal) অসাধারণ পারফরম্যান্স করেন, একাই চারটি ইভেন্ট—দলগত, ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গলস—থেকে সোনা জিতে ফিরে আসেন।
দিঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, প্রতিটি গৃহে পৌঁছবে প্রসাদ ও ছবি
সবচেয়ে চমকপ্রদ ছিল মিক্সড ডাবলসে পাকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারানো। প্রতীতি পাল এই বিভাগে অর্থভা নবরঙ্গির সঙ্গে জুটি বেঁধে খেলেন। এই সোনার পদক প্রতিটির মধ্যে সবচেয়ে আবেগপ্রবণ ছিল বলে জানান প্রতীতি, কারণ প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
প্রতীতি পাল (Pratiti Pal) বলেন, “দেশের জন্য আন্তর্জাতিক স্তরে এইভাবে সাফল্য পেতে পারা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। পাকিস্তানকে হারিয়ে সোনা জেতার অনুভূতিটা সত্যিই আলাদা। এখন লক্ষ্য অলিম্পিকে দেশের জন্য সোনা আনা।”
এই সাফল্যের পেছনে রয়েছে শিলিগুড়ি টেবল টেনিস অ্যাকাডেমির কঠোর প্রশিক্ষণ ও প্রতীতির নিজের পরিশ্রম। তাঁর কোচ ও অ্যাকাডেমির কর্ণধার জানিয়েছেন, প্রতীতি বরাবরই অনুশীলনে মনোযোগী এবং জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে লড়াই করে।
বাংলার ক্রীড়া ইতিহাসে এর আগে কোনো কিশোরী এককভাবে চারটি আন্তর্জাতিক সোনা জেতেননি। ফলে প্রতীতির এই কীর্তি নিঃসন্দেহে এক নতুন নজির।
প্রতিযোগিতার অন্যান্য বিভাগে প্রতীতির (Pratiti Pal) সাফল্যও ছিল চমকপ্রদ। দলগত বিভাগে ভারতীয় টিমের সদস্য হিসেবে সোনা জেতেন তিনি। ডাবলসেও প্রতিপক্ষকে একতরফা ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন হন। সিঙ্গলস বিভাগেও প্রতীতি তার প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ না দিয়েই ফাইনালে জিতে নেন সোনার পদক।
প্রতীতির (Pratiti Pal) এই কৃতিত্বে শিলিগুড়ি শহরে আনন্দের জোয়ার বইছে। পরিবার, বন্ধুবান্ধব এবং কোচিং সেন্টারে চলছে উৎসবের আমেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়া মন্ত্রীও প্রতীতিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলার গর্ব সে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে তার জয় দেখতে চায় গোটা রাজ্য।
বর্তমানে প্রতীতি কিছুদিন বিশ্রামে থাকলেও শিগগিরই সে জাতীয় শিবিরে যোগ দেবে। তার পরবর্তী লক্ষ্য আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ এবং দীর্ঘমেয়াদে অলিম্পিকে অংশগ্রহণ করা।
#pratitipal #প্রতীতি_পাল #TTChampion2025 #SouthAsianYouthTT #BanglarGorbo
আরও পড়ুন :
বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের ভারতীয় উত্তর-পূর্ব দখলের হুমকি: কূটনৈতিক উত্তেজনার নতুন মাত্রা
‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক: বিসিসিআইয়ের বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের মামলা, ৯ জুলাই শুনানি