MissedFlightSavedLife
আহমেদাবাদ | ১৩ জুন, ২০২৫ : এ যেন বাস্তবের কোনও সিনেমা। যেখানে ভাগ্য, ট্রাফিক জ্যাম এবং জীবন – তিনটি শব্দ একসাথে গাঁথা হয়ে এক অভাবনীয় রক্ষা-কাহিনি (MissedFlightSavedLife) লিখে দিল।
ভূমি চৌহান, অঙ্কলেশ্বরের এক তরুণী, যিনি সেদিন (শুক্রবার) আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171-তে চড়ার কথা ছিল। কিন্তু পাঁচ মিনিটের ট্রাফিক জ্যামের কারণে সেই বিমানে উঠতে পারেননি (MissedFlightSavedLife)। প্রথমে যার জন্য হতাশ হয়েছিলেন, পরে সেটাকেই জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে মানছেন।
ব্রিটেনে বসবাসকারী স্বামীর কাছে ফিরতে যাচ্ছিলেন ভূমি। ব্রিস্টলের বাসিন্দা কেওয়াল চৌহানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল দুই বছর আগে। পড়াশোনার সূত্রে যুক্তরাজ্যে যাওয়া, পরে সেখানে চাকরি শুরু। সব কিছু সুন্দরভাবেই এগোচ্ছিল।
ভূমি জানান, “আমি সময় মতো অঙ্কলেশ্বর থেকে রওনা দিয়েছিলাম। কিন্তু আহমেদাবাদের প্রবেশপথেই ব্যাপক যানজটে আটকে পড়ি। সময় মতো শহরে ঢুকলেও, এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট দেরি হয়ে যায়। তখনই বোঝা গেল, ফ্লাইট আর ধরা যাবে না।”
তিনি আরও বলেন, “বিমানবন্দরে পৌঁছে আমি অনুরোধ করেছিলাম, বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ ফ্লাইট। কিন্তু কেউ শুনল না। আমাকে ঢুকতেই দিল না।”
ভূমি বলেন, “বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা খুবই হতাশ ছিলাম। চা খাচ্ছিলাম, ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলছিলাম টিকিটের টাকা রিফান্ড পাওয়া যাবে কি না। তখনই ফোন আসে—আমার বন্ধু জানায়, ওই ফ্লাইটটা বিধ্বস্ত হয়েছে।”
তিনি জানান, “আমি স্তব্ধ হয়ে যাই। ভাবতেই পারিনি, যে বিমানে ওঠার কথা ছিল, সেটাই দুর্ঘটনার কবলে পড়বে। সঙ্গে সঙ্গে কাছের মন্দিরে যাই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”
অনেকে যেখানে ট্রাফিক জ্যামকে অভিশাপ বলে মনে করেন, সেখানে ভূমি মনে করেন সেটিই ছিল ঈশ্বরের পাঠানো ‘রক্ষা-দূত’।
“আমার মনে হয়, যেটা তখন বিপদ বলে মনে হচ্ছিল, সেটাই ছিল আমার জন্য আশীর্বাদ। টাকা হারিয়েছি, হয়ত চাকরির ক্ষতি হতে পারে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
বঙ্গজয়ে বিজেপির ভরসা সেই হিন্দুত্ব-মমতা বিরোধিতায়, ২৬ এ চিড়ে ভিজবে?
ভূমির স্বামী কেওয়াল চৌহান বলেন, “আমি তো বিশ্বাসই করতে পারিনি। যখন শুনলাম ভূমি বিমানে ওঠেনি, আর পরে জানলাম সেই বিমান দুর্ঘটনায় পড়েছে, তখনই বুঝলাম—জীবনটা একটা অলৌকিক চমক।”
এই বিমান দুর্ঘটনায় প্রায় সব যাত্রী প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও বিমান নিয়ন্ত্রণ বিভাগ তদন্ত শুরু করেছে। AI-171 ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আচমকা প্রযুক্তিগত ত্রুটির কবলে পড়ে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, এবং এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভূমি চৌহানের এই রক্ষা পাওয়া গল্প ভাইরাল হয়ে পড়েছে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনেকে বলছেন, “ঈশ্বর আজও বাঁচিয়ে দেন, শুধু আমরা বুঝি না।”
আরও পড়ুন :
ট্রাম্প–মাস্ক দ্বন্দ্বে জড়িয়ে গেল জেফ্রি এপস্টেইনের ছায়া: ওয়াশিংটনে বিতর্ক, তদন্তের দাবি তুঙ্গে