EDRaid JibanKrishna
ক্লাউড টিভি ডেস্ক : বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ আবারও বিতর্কের কেন্দ্রে। সোমবার ভোরে ইডি (EDRaid JibanKrishna) হানা দেয় তার বাড়িতে। আর সেখানেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। ২০২৩ সালে নিয়োগ দুর্নীতির তদন্তে নাম জড়ানোর পর থেকেই তিনি আলোচনায় ছিলেন। দুই বছর কেটে গেলেও তার কার্যকলাপে তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি বলেই অভিযোগ।
ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতেই জীবনকৃষ্ণের প্রথম প্রতিক্রিয়া ছিল বাড়ির পিছনের পুকুরে মোবাইল ফোন ফেলে দেওয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আবারও তিনি একই কাণ্ড করেন। তবে এবারে লক্ষ্যভেদ হল না। ফোন পড়ে যায় পুকুরের ধারে, যা উদ্ধার করে নেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই দুটি ফোনে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে সন্দেহ করছে তদন্তকারীরা।
রেলে বিমানবন্দরের ধাঁচে লাগেজ চেকিং, ৩৫ কেজির বেশি লাগেজে গুনতে হবে বাড়তি ভাড়া
‘দ্য ক্রাউন’ এর সাফল্যের পর নেটফ্লিক্স পর্দায় নিয়ে আসছে ‘প্রিন্সেস ডায়ানা’
শুধু তাই নয়, ইডির হানার খবর পেয়েই জীবনকৃষ্ণ বাড়ির পিছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সে প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে তদন্তকারীরা।
প্রশ্ন উঠছে—ফোনে এমন কী তথ্য ছিল যা গোপন করতে মরিয়া ছিলেন জীবনকৃষ্ণ? নিয়োগ দুর্নীতি মামলায় নতুন প্রমাণ মেলায় তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনে কি বড় ধাক্কা আসতে চলেছে?
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, জীবনকৃষ্ণের এই কাণ্ডে শাসকদল আরও বিব্রত হতে পারে। বিরোধী শিবিরও তৃণমূলকে আক্রমণ করতে এই ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন :
মাত্র ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন আশির দশকে রোমান্টিক হিরো
ভারতের আকাশকে সুরক্ষিত রাখবে এবারে দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম IADWS