Breaking News

MohammadShalan Gaza Palestine

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্যালেস্টাইনের জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান

ইজরায়েলি হামলায় গাজায় প্রাণ হারালেন প্যালেস্টাইনের জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় মোহাম্মদ শালান। অসুস্থ কন্যার জন্য খাবার ও ওষুধ আনতে বের হয়েই মৃত্যুর মুখে পড়লেন তিনি।

MohammadShalan Gaza Palestine: A Tragic Loss %%page%% %%sep%% %%sitename%%

MohammadShalan Gaza Palestine

ক্লাউড টিভি ডেস্ক : গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর ধ্বংসের মিছিল। শিশু, নারী, সাধারণ মানুষ তো বটেই— এবার জীবন হারালেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত প্যালেস্টাইনের একজন নামী ক্রীড়াবিদ। খাবার ও ওষুধের সন্ধানে বের হয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হলেন জাতীয় বাস্কেটবল দলের খেলোয়াড় মোহাম্মদ শালান (MohammadShalan Gaza Palestine)।

প্যালেস্টাইন সংবাদমাধ্যম জানায়, শালানের একটি কন্যা সন্তান মারইয়ম দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছিল। মেয়ের জন্য বিশেষ খাবার ও ওষুধ দরকার ছিল। কিন্তু ইজরায়েলি অবরোধে গাজায় চিকিৎসা সামগ্রী পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) শালান খাবার ও ওষুধের খোঁজে ঘর থেকে বের হন। ফেরার পথেই ইজরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি।

মোহাম্মদ শালান প্যালেস্টাইনের হয়ে বহুবার আরব ও আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি শুধু দেশের নয়, সমগ্র আরব বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে ছিলেন পরিচিত নাম। তার মৃত্যুতে প্যালেস্টাইন ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যামেরা বিক্রি করে সন্তানদের জন্য রুটি জোগাচ্ছেন গাজার সাংবাদিক

গাজায় প্রতি ৪০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে!

মাত্র কয়েক সপ্তাহ আগে প্যালেস্টাইন জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় সুলেইমান আল-ওবেইদ মানবিক সাহায্যের খোঁজে বের হয়ে নিহত হন। যিনি ‘পেলে অব প্যালেস্টাইন’ নামে পরিচিত ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো শালানের নাম।
প্যালেস্টাইনের দুই ক্রীড়াবিদ, যারা একসময় দেশের গর্ব ছিলেন, এখন একইভাবে ইজরায়েলি আগ্রাসনের বলি।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা আগেই জানিয়েছে। খাদ্য, জল, চিকিৎসা সরঞ্জাম সবকিছুরই ঘাটতি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রখ্যাত ক্রীড়াবিদ— কারও জীবনই নিরাপদ নয়।

একদিকে খেলোয়াড়রা দেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মান বয়ে এনেছেন, অন্যদিকে সেই দেশই এখন ধ্বংসস্তূপে পরিণত। প্রশ্ন উঠছে— মানবতার এই বিপর্যয়ে কি বিশ্ব আর নীরব থাকবে?

আরও পড়ুন :

নয়াদিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক, আতঙ্কে অভিভাবক-শিক্ষার্থীরা

ইজরায়েল-গাজা যুদ্ধ : গাজা শহরে বড়সড় অভিযানের আগে ৫০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকতে পারে ইজরায়েল

ad

আরও পড়ুন: