“জন্মভূমিতেও জায়গা নয়?” — মার্কিন সেনেটরের বিতর্কিত প্রস্তাবে উত্তাল নাগরিকত্ব বিতর্ক

সিনেটর মুলিনের মন্তব্য নিছক একটি রাজনৈতিক মত নয়, এটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের ধারণা এবং সংবিধানের চেতনার বিরুদ্ধে একটি গভীর আঘাত।