Breaking News

Myanmar Earth Quake

গৃহযুদ্ধ, দুর্যোগ আর দারিদ্র্যের ত্রিমুখী সঙ্কটে বিপর্যস্ত মিয়ানমার

গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার

Myanmar Earth Quake Death Toll Rises to 3600 %%page%% %%sep%% %%sitename%%

Myanmar Earth Quake

ক্লাউড টিভি ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে (Myanmar Earth Quake) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জন। আহতের সংখ্যা ৫ হাজারের বেশি। পুরোদমে চলছে উদ্ধারকাজ। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয়ে ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে মরদেহ। তবে যুদ্ধের কারণে বহু এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।

গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। ভূমিকম্প আঘাত হানার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটির পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ভূমিকম্পের পরও বহুবার আফটারশক হয়েছে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।

পৃথিবীর গভীরে খোঁজ মিলেছে হিমালয়ের চেয়ে শত গুণ বড় দুটি পর্বত!

INDIANS BACK IN IAF AIRCRAFT : মায়ানমার ও থাইল্যান্ড থেকে ফিরল আরও 266 ভারতীয়

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) পর্যন্ত মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে (Myanmar Earth Quake) মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও মৃতদেহ খুঁজে বের করার জন্য কাজ করছেন।
তবে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ের জন্য এখনো বহু মানুষ খোলা আকাশের নিচে বাস করছেন। কিছু এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালয়ের দুইটি স্টেডিয়ামে বসবাস করছেন বহু মানুষ।

বলা যেতে পারে গৃহযুদ্ধ, দুর্যোগ আর দারিদ্র্যের ত্রিমুখী সঙ্কটে বিপর্যস্ত মিয়ানমার এখন পুরোপুরি নির্ভরশীল আন্তর্জাতিক সহায়তার ওপর। সহিংসতা না থামলে এই দুর্ভোগ (Myanmar Earth Quake)  থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে করছেন মানবিক সংস্থাগুলো।

আরও পড়ুন :

ঠাকুরপুকুর দুর্ঘটনা: ঋতুপর্ণা সেন মুখ খুললেন, বললেন ‘আমি ট্রমার মধ্যে আছি’

২০২৪ সালে বিশ্বে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে: অ্যামনেস্টি

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: