জাতীয় ক্রীড়া শাসন বিল ও ডোপিং-বিরোধী সংশোধনী বিল লোকসভায় পাস

বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও লোকসভায় পাস হল জাতীয় ক্রীড়া শাসন বিল ও জাতীয় ডোপিং-বিরোধী সংশোধনী বিল। ক্রীড়া মন্ত্রীর দাবি— স্বাধীনতার পর থেকে ক্রীড়াক্ষেত্রে এটিই সবচেয়ে বড় সংস্কার, তবে বিরোধীদের অভিযোগ— পর্যাপ্ত আলোচনা ছাড়া তড়িঘড়ি করে আইন প্রণয়ন।