“হামি নেপাল” নামে একটি সিভিক গ্রুপের প্রতিষ্ঠাতা ৩৬ বছরের সুদন গুরুঙ এবং তাঁর নেতৃত্বাধীন Gen Z নেপালের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে

নেপালে সোশ্যাল মিডিয়া ব্লক হওয়ার পর “Gen Z” তরুণরা পথে নেমে আসে। “হামি নেপাল” নেতা সুদন গুরুঙ শান্তিপূর্ণ আন্দোলনের মুখ হয়ে ওঠেন।