MinimumAgeForHajj 2025
ক্লাউড টিভি | বিশেষ প্রতিবেদন : পবিত্র হজ পালনে আগ্রহী মুসলিমদের জন্য সৌদি আরব সরকার এবার নতুন কিছু নিয়ম চালু করেছে। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের হজে অংশ নিতে হলে হজযাত্রীদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর (MinimumAgeForHajj 2025)। ১২ বছরের কম বয়সি কারও আবেদন গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি সরকারের এই নতুন সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে মুসলিম বিশ্বে। অনেকে এটিকে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের অংশ বলে দেখছেন।
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা
হজযাত্রীদের সুরক্ষায় সৌদির নতুন পদক্ষেপ: স্বাস্থ্য সচেতনতা কিট চালু
হজের সময় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। শিশুদের জন্য এতো বড় সমাগম, দীর্ঘ যাত্রা এবং শারীরিক পরিশ্রম সামাল দেওয়া কঠিন হয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য হজের অনুমতি দেওয়া হবে না (MinimumAgeForHajj 2025) বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
“১২ বছরের কম বয়সি শিশুদের হজের মতো গুরুত্বপূর্ণ ও পরিশ্রমসাধ্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ উপযুক্ত নয়। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না।”
এ বছর থেকে হজে অংশ নিতে হলে ‘আবশের’ নামের একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা বাধ্যতামূলক। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে যাত্রীরা সহজেই নিজেদের ব্যক্তিগত তথ্য, পরিচয়, এবং হজ পরিকল্পনার বিবরণ দিতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে—
যেসব ব্যক্তি এবার প্রথমবারের মতো হজ পালন করবেন, তাদের জন্য নিবন্ধন আবশ্যিক।
নিবন্ধন না করলে হজের ভিসা পাওয়া যাবে না।
হজ শুরু হওয়ার অন্তত দুই মাস আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই ডিজিটাল পদ্ধতি হজ ব্যবস্থাপনার জটিলতা কমাবে এবং সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করবে বলেই দাবি সৌদি সরকারের।
করোনা মহামারির কারণে গত দুই বছর হজযাত্রীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সীমান্ত বন্ধ ছিল, বিদেশি নাগরিকদের জন্য হজ নিষিদ্ধ ছিল। তবে এখন সেই সময় পেরিয়ে এসেছে।
২০২5 সালের হজ মৌসুমে আর কোনো বিদেশি বিধিনিষেধ থাকছে না। সৌদি আরব জানিয়েছে, বিশ্বের সব দেশের মুসলমানরাই এবার পূর্ণ অংশগ্রহণ করতে পারবেন হজে।
এই নতুন বাস্তবতায় হজযাত্রীদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে সৌদি সরকারও সিস্টেম ও প্রটোকল উন্নয়নে মনোযোগ দিয়েছে, যাতে সবকিছু নিখুঁতভাবে পরিচালনা করা যায়।
বিশেষজ্ঞদের মতে, বয়সের সীমা নির্ধারণ, অ্যাপ-নির্ভর নিবন্ধন প্রক্রিয়া এবং বিদেশিদের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ না থাকা—এই তিনটি বিষয় হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও নিরাপদ করে তুলবে।
এতে শিশুদের ঝুঁকি কমবে, ভিড় ও বিশৃঙ্খলাও কম হবে, সেইসঙ্গে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
আরও পড়ুন :
জয় শাহর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া, কাঠগড়ায় আইসিসি !
ইসিবি’র প্রস্তাব: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে পারে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”