Breaking News

নিমতৌড়ি ঠাকুর ভাঙচুর

নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় প্রায় ৪০টি মূর্তি ভাঙচুর, ক্ষুব্ধ স্থানীয়দের পথ অবরোধে অচল তমলুক-হলদিয়া রুট

পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় রাতের অন্ধকারে ভাঙচুর। প্রায় ৪০টি মূর্তি নষ্ট। প্রতিবাদে রাস্তায় নামল এলাকাবাসী, অবরোধে থমকে গেল যাতায়াত।

নিমতৌড়ি ঠাকুর ভাঙচুর উত্তেজনা, প্রতিবাদে পথ অবরোধ পূর্ব মেদিনীপুরে

নিমতৌড়ি ঠাকুর ভাঙচুর

ক্লাউড টিভি ডেস্ক : ঠাকুরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে। ঘটনাটি ঘটেছে গণপতি নগর এলাকার হাইরোড সংলগ্ন উত্তর নারকেলদা হাটের কাছে, যেখানে অনিল চাকড়ার ঠাকুর তৈরির কারখানায় একের পর এক মূর্তি ভেঙে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুষ্কৃতীরা কারখানায় ঢুকে প্রায় ৪০টি মূর্তি ভাঙচুর করে। মূর্তিগুলির মধ্যে ছিল আসন্ন লক্ষ্মী পূজা ও কালীপুজোর জন্য তৈরি লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রতিমা। সকালবেলা ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কারখানার মালিক অনিল চাকড়া জানান, “বছরের এই সময়ে আমরা দিন-রাত এক করে মূর্তি তৈরি করি। পুজোর আগে এইভাবে মূর্তি নষ্ট করে দেওয়া আমাদের জীবিকার উপর বড় আঘাত।” তিনি আরও বলেন, “এটা ইচ্ছে করে কেউ করেছে, কারণ এতগুলো মূর্তি ভাঙতে সময় ও শ্রম দুটোই লেগেছে।”

ঘটনার প্রতিবাদে আজ সকালে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা নিমতৌড়ি হাইরোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিল্পীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে তমলুক-হলদিয়া রুটে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশ পিকিট বসানো হয়েছে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও পুলিশের দাবি, ঘটনার পেছনে কারা জড়িত তা খুব শিগগিরই জানা যাবে

“যুদ্ধক্ষেত্রকে পর্যটন গন্তব্য হিসেবে দেখানো অগ্রহণযোগ্য”, ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইজরায়েল

মিশরে সমুদ্রতলে প্রাচীন শহরের খোঁজ

স্থানীয় প্রশাসন বলছে, এই ধরনের ভাঙচুর ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হতে পারে। তবে এলাকাবাসী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন :

বিশ্বের প্রথম মানুষ হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিকানা অর্জন করলেন

২৩ অক্টোবর বন্ধ হবে কেদারনাথ মন্দির, বদ্রিনাথের দ্বার বন্ধ হবে ২৫ নভেম্বর

ad

আরও পড়ুন: