OperationSindoor RafaleStrike
নতুন দিল্লি, ৭ মে ২০২৫ (ক্লাউড টিভি): – পহলগামে জইশ-ই-মোহাম্মদের ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে ভারত সফলভাবে ‘অপারেশন সিন্দুর’ (OperationSindoor RafaleStrike) চালিয়েছে। এই যৌথ সামরিক অভিযানে ভারতীয় বিমানবাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী একত্রিত হয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। হামলার সময় ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘন না করেই নিজেদের সীমার মধ্যে থেকে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতীয় বিমানবাহিনী ফরাসি-নির্মিত অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান (OperationSindoor RafaleStrike) ব্যবহার করে এই হামলা চালায়। রাফাল থেকে উৎক্ষেপণ করা হয় দুটি ভয়ঙ্কর অস্ত্র – SCALP ক্রুজ মিসাইল এবং Hammer গাইডেড বোমা। SCALP-এর পাল্লা ৪০০ কিমি এবং এটি ৪০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এই মিসাইলে ট্রিপল নেভিগেশন সিস্টেম থাকায় নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।
সাইরেন বাজলে ঘরে ঢুকুন, আলো নিভিয়ে দিন: নাগরিক সুরক্ষায় জাতীয় মহড়া
Hammer বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে, যার সর্বোচ্চ ওজন ১০০০ কেজি পর্যন্ত হতে পারে। এটি ৭০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এবং GPS, INS, IR অথবা লেজার গাইডেন্স ব্যবহার করে। জ্যামারের মাধ্যমে এগুলিকে বিভ্রান্ত করা প্রায় অসম্ভব।
সূত্র অনুযায়ী, যেসব এলাকায় হামলা চালানো হয়েছে সেগুলো হলো: ভাওয়ালপুর, মুরিদকে, গুলপুর, ভিম্বর, চক আমরু, বাগ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফরাবাদ। ভারতীয় গোয়েন্দা তথ্যে জানা যায়, ভাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতৃত্ব এবং মুরিদকেতে লস্কর-ই-তৈয়বা‘র গোপন আস্তানা ছিল। মূল লক্ষ্য ছিল এই জঙ্গিদের আশ্রয়স্থল সম্পূর্ণ ধ্বংস করা।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে ভারতের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। সমস্ত যুদ্ধবিমান সফলভাবে ঘাঁটিতে ফিরে এসেছে। এই তথ্য পাকিস্তান পক্ষ থেকে অস্বীকার করা হলেও নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, ভারতীয় বাহিনীর এই অভিযানে অসাধারণ কৌশলগত সাফল্য এসেছে।
এ ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ভারত সরকার বলেছে, এ হামলা কেবলমাত্র প্রতিরক্ষামূলক এবং জঙ্গিদের বিরুদ্ধে নির্ধারিত।
#OperationSindoor #IndiaPakistanTensions #RafaleStrike #SCALPMissile #HammerBomb #AirStrike2025 #CounterTerrorism #KashmirConflict #BreakingNews #SouthAsiaCrisis #CloudTVNews
আরও পড়ুন :
সাইরেন বাজলে ঘরে ঢুকুন, আলো নিভিয়ে দিন: নাগরিক সুরক্ষায় জাতীয় মহড়া