Breaking News

SouthKorea SmartphoneBan

এবার স্কুলে নিষিদ্ধ করা হলো স্মার্ট ডিভাইস, নতুন আইন পাস

শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি রোধে দক্ষিণ কোরিয়ায় নতুন আইন পাস হয়েছে। ২০২৬ সাল থেকে সব স্কুলে ক্লাস চলাকালে স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করা হবে।

SouthKorea SmartphoneBan: What You Need to Know %%page%% %%sep%% %%sitename%%

SouthKorea SmartphoneBan

ক্লাউড টিভি ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান স্মার্টফোন আসক্তি রোধে অবশেষে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। দেশের জাতীয় সংসদে পাস হয়েছে এক যুগান্তকারী আইন, যার ফলে ২০২৬ সালের মার্চে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকেই স্কুলে ক্লাস চলাকালে স্মার্টফোনসহ যেকোনো স্মার্ট ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ (SouthKorea SmartphoneBan) করা হবে।

আইন প্রণেতাদের মতে, প্রযুক্তি শিক্ষার জন্য সহায়ক হলেও অতিরিক্ত নির্ভরশীলতা শিশু-কিশোরদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষকেরা অভিযোগ করেছেন, স্মার্টফোন শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং পড়াশোনার মান মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি জরিপ (২০২৪) বলছে, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষ স্মার্টফোন আসক্তির শিকার। কিশোরদের (১০–১৯ বছর বয়সী) মধ্যে এ হার আরও ভয়াবহ—৪৩ শতাংশ। এই প্রজন্মের অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিং কিংবা ভিডিও কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের মানসিক বিকাশ, সামাজিক আচরণ এমনকি শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিভাবকরাও দীর্ঘদিন ধরে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তাঁদের মতে, অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে শিশুরা বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা হারাচ্ছে। একই সঙ্গে অনলাইন বুলিং, হিংস্র কনটেন্টে প্রবেশ, কিংবা ভার্চুয়াল নির্ভরশীলতা থেকে জন্ম নিচ্ছে নানা জটিল সমস্যা।

জাতীয় সংসদের ১৬৩ জন সদস্যের মধ্যে ১১৫ ভোটে বিলটি সহজেই পাস হয়েছে। অনেক আইনপ্রণেতাই মন্তব্য করেছেন, ‘‘শিশুদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে এই আইন অপরিহার্য।’’

যদিও দক্ষিণ কোরিয়ার অনেক স্কুলেই আংশিকভাবে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আগে থেকেই চালু ছিল, এবার তা আনুষ্ঠানিকভাবে দেশের সব স্কুলে কার্যকর করা হবে। এর ফলে ক্লাস চলাকালে শিক্ষার্থীরা আর কোনোভাবেই স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে না।

বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ফ্রান্স এবং ফিনল্যান্ডে ছোট শিক্ষার্থীদের জন্য ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইতালি, নেদারল্যান্ডস এবং চীনে সব স্কুলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে আইন প্রণয়নের মাধ্যমে সরাসরি নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যা তাকে বিশ্বের অন্যতম কড়াকড়ি দেশ হিসেবে আলাদা করেছে।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ একদিকে যেমন পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনবে, অন্যদিকে শিশু-কিশোরদের বাস্তব সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

আরও পড়ুন :

এসএফআই ছাত্রনেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব : প্রতিবাদে সংগঠন ছাড়লেন, তোলপাড় রাজ্য রাজনীতি

কুড়িয়ে পাওয়া বালিশে রক্তে লেখা ‘১১০৬২৫’, ডেলিভারি বয়ের বুদ্ধিতে বেঁচে গেলেন এক মহিলা

ad

আরও পড়ুন: