OzzyOsbourne
ক্লাউড টিভি ডেস্ক : বিশ্ব সংগীতের এক কিংবদন্তির অবসান ঘটল। ইংরেজ রকস্টার এবং হেভি মেটালের ‘প্রিন্স অব ডার্কনেস’ হিসেবে খ্যাত অজ়ি ওসবোর্ন (OzzyOsbourne) আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেই, জীবনের শেষ সংগীতানুষ্ঠানে ‘ব্ল্যাক সাবাথ’-এর আসল সদস্যদের সঙ্গে মঞ্চ শেয়ার করে ইতিহাস গড়েছিলেন তিনি। ভক্তরা বলছেন—এটাই ছিল মেটালের “পারফেক্ট ফেয়ারওয়েল।”
শেষবারের মতো আলোয় এলেন ‘ডার্কনেসের রাজপুত্র’
২০২৫ সালের ৫ জুলাই, ইংল্যান্ডের বার্মিংহ্যামে তাঁর নিজ শহরে, ‘ভিলা পার্ক’-এর মঞ্চে অজ়ি এক ব্যতিক্রমী কনসার্টে অংশ নেন। অনুষ্ঠানের নাম ছিল “Back to the Beginning”, যেখানে প্রায় দুই দশক পরে ব্ল্যাক সাবাথের প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে একত্র হন তিনি—টোনি আইওমি, গিজার বাটলার এবং বিল ওয়ার্ড।
সেই দিন ‘ওয়ার পিগস’, ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ক্রেজি ট্রেন’ ও ‘মামা, আই’ম কামিং হোম’-এর মতো কালজয়ী গানগুলো পরিবেশিত হয়েছিল। অসুস্থ শরীরে চেয়ারে বসেই গান করেন অজ়ি, তাঁর পেছনে তখন দাঁড়িয়ে ছিল গোটা বিশ্ব।
অজ়ির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধার বার্তা জানান মেটাল এবং পপ জগতের দিগ্গজরা।
এলটন জন লিখেছেন, “অজ়ির মতো কেউ ছিল না, আর কখনও হবে না।”
মেটালিকা, আয়রন মেইডেন, জ্যাক ওয়াইল্ড, এমনকি কোল্ডপ্লে-ও তাঁকে কনসার্টে শ্রদ্ধা জানায়।
ব্ল্যাক সাবাথ এক ইন্সটাগ্রাম পোস্টে লেখে: “Ozzy Forever.”
টোনি আইওমি মন্তব্য করেন, “We lost our brother. It’s unbelievable.”
অজ়িকে নিয়ে সিনেমা, আসছে থিয়েটারে তাঁর শেষ কনসার্ট
“Back to the Beginning: Ozzy’s Final Bow” নামে একটি বড় পর্দার ডকুমেন্টারি রিলিজ পেতে চলেছে ২০২৬ সালের শুরুতে।
পাশাপাশি, Sony Pictures-এর প্রযোজনায় একটি বায়োপিক তৈরি হচ্ছে—যেখানে অজ়ির জীবন, মাদকাসক্তি, পারিবারিক জীবন, এবং মেটাল ইতিহাসে তাঁর প্রভাব তুলে ধরা হবে। সেটি মুক্তি পাবে ২০২৭ সালে।
অজ়ি দীর্ঘদিন ধরে পারকিনসনস ডিজিজ এবং অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার কারণে তিনি কয়েক বছর স্টেজ থেকে দূরে ছিলেন। শেষ কনসার্ট ছিল তাঁর শরীর ও আত্মার এক চূড়ান্ত শক্তির প্রকাশ। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী শ্যারন ওসবোর্ন, সন্তান অ্যামি, জ্যাক ও কেলি।
‘ব্ল্যাক সাবাথ’ দিয়ে শুরু, একক কেরিয়ারে সফলতা, এমটিভির রিয়্যালিটি শোতে নিজের উপস্থিতি, এবং বিশ্বজুড়ে কনসার্ট—অজ়ি ওসবোর্ন শুধু গান করেননি, একটা যুগ তৈরি করেছিলেন। তাঁর কণ্ঠ, পোশাক, মঞ্চের উপস্থিতি সবকিছুতেই ছিল বিপ্লবের গন্ধ।
শেষ কনসার্ট দিয়ে যেন তিনি বলে গেলেন—
“আমি চলে যাচ্ছি, কিন্তু মেটাল থাকবে। চিরকাল।”
আরও পড়ুন :
“ভিসা হলো একটি সুযোগ, কোনো অধিকার নয়”: অপরাধ করলে হারাতে হতে পারে ভিসা
গাজায় একবেলা খেয়ে টানা ২৪ ঘণ্টা কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা