PMModi Speech BloodAndWater
নতুন দিল্লি, ১৩ মে ২০২৫: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়ে দিলেন—“সন্ত্রাস ও শান্তি পাশাপাশি চলতে পারে না, রক্ত আর জল একসাথে প্রবাহিত হতে পারে না।” (PMModi Speech BloodAndWater)
তিনি বলেন, ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের এয়ার স্ট্রাইকের পর এবার অপারেশন সিন্দুর ভারতের সন্ত্রাসবাদবিরোধী নীতির একটি সুস্পষ্ট বার্তা। এই অপারেশনের মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর যে কোনও চেষ্টা এবার কড়া জবাব পাবে।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা বহু বছর ধরে বলেছি—সন্ত্রাস ও সংলাপ একসাথে চলতে পারে না। আজ আমরা আরও একধাপ এগিয়ে বলছি—রক্ত আর জলও একসাথে প্রবাহিত হতে পারে না।” এই মন্তব্যে (PMModi Speech BloodAndWater) স্পষ্ট, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া চালিয়ে যায়, তবে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও ভারত কঠোর অবস্থান নেবে।
মোদীর বক্তব্যে উঠে এসেছে, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ ও হামলা চালানোর নীতি যদি পাকিস্তান না ছাড়ে, তাহলে ভারতের জবাব হবে প্রতিবার আরও শক্তিশালী।
ভারতীয় বাহিনীর পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা: ‘অপারেশন সিন্ধুর’ বিস্তারিত বিশ্লেষণ
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চলছেই, হামলায় নিহত হলেন সদ্য বিবাহিত নৌ অফিসার!
প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, “অপারেশন সিন্দুর ছিল নিখুঁতভাবে পরিচালিত, সময়োপযোগী এবং শত্রুপক্ষকে চূড়ান্ত বার্তা দেওয়া একটি অভিযান।”
তিনি আরও বলেন, “এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, এটি নীতিগত অবস্থানের প্রতিফলন—ভারত আর নিরব দর্শক থাকবে না।”
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত একাধিক সন্ত্রাসী ঘাঁটি এই অভিযানে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে নুর খান এয়ারবেসের মতো কৌশলগত স্থান।
মোদীর বক্তব্যে পরিষ্কার, ভারত শুধু নিজস্ব প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ তুলে ধরতে প্রস্তুত।
তিনি বলেন, “বিশ্ব জানুক—ভারত শান্তির পক্ষে, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে, তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে দ্বিগুণ শক্তিশালী।”
বিশ্লেষকদের মতে, মোদীর এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান আরও জোরালো করবে।
“রক্ত আর জল একসাথে প্রবাহিত হতে পারে না”—মোদীর এই মন্তব্য অনেকেই মনে করছেন ইঙ্গিতবহ।
বিশেষজ্ঞদের মতে, এটি হয়ত ইন্দাস জলচুক্তি নিয়ে ভারতের অবস্থানের পর্যালোচনার ইঙ্গিত হতে পারে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে ইন্দাস নদীর জলবণ্টন নিয়ে চুক্তি হলেও, বিভিন্ন সময় ভারতের তরফে এই চুক্তি পুনর্বিবেচনার দাবি উঠেছে।
#OperationSindoor #PMModiSpeech #IndiaStrikesBack #TerrorismWillFail #NoMoreTolerance #ModiOnPakistan #CrossBorderTerror #IndoPakTensions #NewIndiaPolicy #BloodAndWater
আরও পড়ুন :
কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলায় ধসে পড়ল অর্থনীতি ও কূটনীতি: উদ্বেগে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
যুদ্ধবিরতির পরও আশঙ্কায় ভুগছেন কাশ্মীরবাসী, বাংকারে রসদ রেখে ঘরে ফেরা