Pope Election 2025
বিশেষ প্রতিবেদক, ক্লাউড টিভি, ৮ মে ২০২৫ : রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা (Pope Election 2025) বেছে নিতে ভ্যাটিকানে শুরু হয়েছে ঐতিহাসিক কনক্লেভ। তবে বুধবার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় নতুন পোপ নির্বাচিত হননি। ফলে বৃহস্পতিবার আবারও ভোটগ্রহণ হবে বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।
প্রতিবারের মতো এবারও ভোটের ফলাফলের বার্তা বহন করেছে সিস্টিন চ্যাপেলের ঐতিহাসিক চিমনি। প্রথম দফার ভোট শেষে চিমনি দিয়ে বের হয়েছে কালো ধোঁয়া, যার অর্থ পোপ নির্বাচিত হয়নি। এই চিমনির ধোঁয়াই বিশ্বকে জানিয়ে দেয় কনক্লেভের অগ্রগতি।
ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে বুধবার রোমান ক্যাথলিক কার্ডিনালরা বসেন নতুন পোপ নির্বাচনের (Pope Election 2025) লক্ষ্য নিয়ে। এই সিস্টিন চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে বহির্বিশ্বের সব যোগাযোগ। ভোট চলার সময় বাইরের দুনিয়া কেবল চোখ রাখবে সিস্টিন চ্যাপেলের চিমনির দিকে।
পোপ নির্বাচন (Pope Election 2025) না হওয়া পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন এবং চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলেই বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে।কনক্লেভের প্রথম দিনে সাধারণত পোপ নির্বাচিত কোনো দিনই নির্বাচিত হয় নি। এবারও তার ব্যতিক্রম হল না। ফলে অন্যান্যবারের মতো এবারও কয়েকদফা ভোটেই হয়ত পোপ নির্বাচন হতে পারে।
একাধিক দফা ভোটের পর লাল টুপি পরা ‘চার্চের কোনো এক রাজপুত্র’ পাবেন উপস্থিত কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন, হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম সর্বেসর্বা।
বুধবার কেবল একবারই ভোট হয়েছে। এরপর কার্ডিনালরা দিনে চারবার পর্যন্ত ভোট দিতে পারবেন।
কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে বের হবে কালো ধোঁয়া।
ইস্টার সোমবারে পৃথিবীকে বিদায় পোপ ফ্রান্সিসের, প্রয়াণে শোকের ছায়া বিশ্বজুড়ে
অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস: ইতিহাসে প্রথম, ভ্যাটিকানের বাইরে সমাহিত
পোপ ক্যাথলিকদের হলেও তার প্রভাব বিস্তর, বিশ্ব রাজনীতিতে আর কোনো সম্প্রদায়ের ধর্মগুরুর এমন প্রভাব দেখা যায় না।
পোপ নির্বাচনে (Pope Election 2025) অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।
নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক আলোচনা চলছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।
#PopeElection2025 #VaticanConclave #SistineChapel #CatholicChurch #BlackSmoke #NewPope #GlobalLeadership #CardinalsVote #ChurchAndPolitics
আরও পড়ুন :
রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শুবমান গিলের উত্থান: ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা
ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও