PuneSuicide YoungEngineerTragedy
ক্লাউড টিভি ডেস্ক | পুনে : সাধারণ কর্মদিবসের ভেতরেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি। মাত্র ২৩ বছর বয়সী এক তরুণ ইঞ্জিনিয়ার, পিয়ুষ কাওয়াডে, তার কর্মস্থলেই সভার মাঝপথে উঠে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন (PuneSuicide YoungEngineerTragedy)। অফিস, পরিবার, আর সমাজ—সব স্তরে এক বিশাল প্রশ্নচিহ্ন রেখে গেল এই ঘটনা।
কী ঘটেছিল সেদিন?
সোমবার সকাল ১০টা নাগাদ পুনের হিনজেওয়াদি এলাকার Atlas Copco (India) Pvt Ltd কোম্পানিতে চলছিল একটি প্রজেক্ট মিটিং। সেই মিটিংয়ে অংশ নিচ্ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ইঞ্জিনিয়ার পিয়ুষ কাওয়াডে, যিনি এক বছর আগেই এই সংস্থায় যোগ দিয়েছিলেন। আচমকা তিনি মিটিং এর মাঝপথে উঠে যান, কারও সঙ্গে কোনো কথা না বলে ছাদে ওঠেন এবং সেখান থেকেই নিচে ঝাঁপ দেন।
নিচে পড়েই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সুইসাইড নোট: “আমি জীবনের সব কিছুতেই ব্যর্থ”
পুলিশ জানিয়েছে, পিয়ুষ একটি সুইসাইড নোট রেখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল,
“I have failed in everything in life. I am tired. This is not your fault. Don’t miss me. I am sorry, Mom and Dad.”
— এই ছোট্ট চিঠি তাঁর মানসিক যন্ত্রণা ও আত্মগ্লানির ইঙ্গিত বহন করে।
ছয় দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেল অঙ্ক অনার্সের ছাত্রী স্নেহা দেবনাথের দেহ, শোকস্তব্ধ প্রিয়জন
কে ছিলেন পিয়ুষ?
পিয়ুষ কাওয়াডে নাসিক জেলার বাসিন্দা। বাবা অশোক কাওয়াডে সরকারি কর্মচারী ছিলেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে ২০২3 সালে Atlas Copco তে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। অফিসে তাঁর আচরণ শান্ত ও সহযোগিতাপূর্ণ ছিল বলেই সহকর্মীরা জানিয়েছেন।
কিন্তু তাঁর ভিতরে যে এক গভীর বিষণ্ণতা বাসা বেঁধেছিল, তা কেউই বুঝতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত প্রাথমিক তদন্তে পেশাগত চাপ বা কোনো হেনস্থার প্রমাণ মেলেনি। তবে অফিস, পরিবারের সঙ্গে পিয়ুষের সম্পর্ক এবং মানসিক অবস্থা যাচাই করে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।
Atlas Copco-র তরফ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও সহকর্মীরা মর্মাহত ও স্তব্ধ।
পিয়ুষের মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তরুণ কর্মীদের মধ্যে হতাশা, উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতি আজকাল অনেক সময়ই চুপচাপ থেকে যায়। অফিস সংস্কৃতি, সামাজিক প্রত্যাশা ও নিজের ‘পারফেক্ট’ হবার চাপ অনেকেই মানিয়ে নিতে পারেন না।
বিশেষজ্ঞরা বলছেন—
“মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, সহমর্মিতা ও পরামর্শ পরিষেবা যদি প্রতিষ্ঠানে থাকে, এমন ঘটনা অনেকাংশেই এড়ানো সম্ভব।”
আরও পড়ুন :
শ্রাবণ যাত্রায় মৃত্যু ৮ পুণ্যার্থীর, ঝাড়খণ্ডের দেওঘরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
“একটু ব্যর্থ হলেই বাদ!”! ওয়াশিংটন সুন্দরের বাবার বিস্ফোরক অভিযোগ নির্বাচকদের বিরুদ্ধে