PythonAttack
ক্লাউড টিভি ডেস্ক : বিশ্বাস করাও কঠিন। কিন্তু বাস্তবে এমনটাই ঘটল ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলার মাজাপাহিত গ্রামে। গত শুক্রবার সকালে বাগানে কাজ করতে গিয়েছিলেন এক কৃষক। দিন শেষে বাড়ি না ফেরায় তাঁর পরিবার উৎকণ্ঠায় পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় তারা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে।
পরের দিন শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। স্থানীয়রা রাস্তার ধারে একটি বিশাল অজগর সাপকে (PythonAttack) অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে সন্দেহ করে—এত বড় কিছু না গিলে ফেললে এমনভাবে নড়াচড়া করত না সাপটি। পরে সাহস করে তারা সাপটিকে মেরে ফেলে।
ট্যুর দ্য ফ্রান্সে কোফিদিসের ১১টি LOOK বাইক চুরি – কী ঘটলো ও পরিণতি কী?
যখন অজগরটিকে কেটে ফেলা হয়, তখনই সামনে আসে গা শিউরে ওঠা দৃশ্য—ভেতরে ওই নিখোঁজ কৃষকের নিথর দেহ। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহটি গ্রামে নিয়ে আসা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
গ্রামের পর্যবেক্ষণ অফিসার সার্জেন্ট দিরমান জানান,
“কৃষকের মোটরসাইকেলটি রাস্তার ধারে পড়ে ছিল, সেখান থেকেই আমরা অনুসন্ধান শুরু করি। তারপরই অজগরটিকে দেখা যায়। স্থানীয়দের দ্রুত পদক্ষেপে ঘটনা সামনে আসে।”
ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে বিশাল অজগর বা পাইথনের উপস্থিতি নতুন নয়। তবে মানুষের মতো বড় আকৃতির প্রাণী গিলে ফেলার ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। এর আগেও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এমন দু-একটি ঘটনা সামনে এসেছে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, অজগর সাধারণত মানুষের ওপর হামলা চালায় না। তবে খাদ্যের অভাব, বনাঞ্চল ধ্বংস ও মানুষের সঙ্গে সরাসরি সংঘর্ষ বেড়ে যাওয়ায় এমন ট্র্যাজেডি ঘটে যেতে পারে।
এই ঘটনার পর স্থানীয় প্রশাসন গ্রামবাসীদের বনাঞ্চলে চলাফেরা বা একা বাগানে যাওয়ার আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বন দপ্তরকে অজগরের ঘন ঘন উপস্থিতি নিয়ে নতুন করে নজরদারি চালাতে বলা হয়েছে।
আরও পড়ুন :
অবশেষে উন্মোচিত জোটার মৃত্যুর রহস্য: অতিরিক্ত গতিই কাল হল
অ্যালেক্সিস গোমেজের বকেয়া টাকা না মেটানোয় মহামেডান স্পোর্টিংয়ের উপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা