ChinnaswamyStampede
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ৪ জুন, ২০২৫ : আইপিএল ২০২৫-এর ইতিহাস গড়া জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম শিরোপা উদযাপনই রূপ নিল এক ভয়ংকর ট্র্যাজেডিতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উদযাপন করতে আসা হাজারো ভক্তের ভিড়ে পদদলিত (ChinnaswamyStampede) হয়ে অন্তত ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন, যাদের মধ্যে একজন মাত্র ছয় বছরের শিশু।
ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়, চিন্নাস্বামী স্টেডিয়ামের গেটের বাইরে, যেখানে RCB দলের জন্য জয়োৎসব এবং সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। শিরোপা উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে RCB সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে জড়ো হন।
আচমকা অতিরিক্ত ভিড় ও চাপে গেটের কাছে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে পড়ে যান মাটিতে, এরপরই শুরু হয় পদদলিত হওয়ার বিভীষিকা।
মৃতদের দেহ শহরের শিবাজিনগরের বোরিং হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে আছেন স্কুলপড়ুয়া, মহিলা, এবং বয়স্করাও।
অনুষ্ঠানের আগে কোনো বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ করছেন অনেক প্রত্যক্ষদর্শী।
অনুষ্ঠানটি নিয়ে উৎসাহ ছিল প্রচণ্ড, তবে সেই তুলনায় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ছিল চরমভাবে অপর্যাপ্ত।
স্টেডিয়ামের গেট খোলার আগেই হাজারো ভক্ত জমায়েত হয়ে যান।
যখন খবর ছড়ায় যে RCB দল স্টেডিয়ামে পৌঁছেছে, তখনই উত্তেজনার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
১৮ বারের অপেক্ষার অবসান, অবশেষে আইপিএলের মুকুট উঠল কোহলির মাথায়
বেঙ্গালুরুর কেন্দ্রীয় ব্যবসায়িক জোনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ট্রাফিক পুলিশ বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন:
“আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু যতটা ভিড় হবে অনুমান করতে পারিনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
দুর্ঘটনার খবর পৌঁছাতেই আরসিবির উদযাপনমূলক অনুষ্ঠান স্থগিত করা হয়।
ক্যাপ্টেন রজত পাতিদার ও কোহলি দু’জনেই শোকবার্তা দিয়েছেন।
বিরাট কোহলি এক্স (টুইটার)-এ লেখেন:
“আজকের উদযাপন আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত হওয়ার কথা ছিল। কিন্তু যা ঘটেছে, তা হৃদয় বিদারক। যারা প্রিয় দলের জয় দেখতে এসে প্রাণ হারালেন, তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।”
বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, পুরো ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত শুরু হয়েছে।
শিগগিরই RCB ম্যানেজমেন্ট, পুলিশ, BBMP ও ক্রীড়া দফতরের যৌথ বৈঠক হবে।
প্রথম আইপিএল জয়ের মুহূর্তটি হয়ে উঠল বেদনার।
নিয়ন্ত্রিত নিরাপত্তা ও পরিকল্পনার অভাবে আজ হারিয়ে গেল কয়েকটি প্রাণ—যারা শুধু প্রিয় দলের বিজয় উদযাপনেই এসেছিল।
আরও পড়ুন :
অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে
আইপিএল ২০২৫ : কে জিতল কোন পুরস্কার, কোন দল পেল কত টাকা – এক নজরে সব তথ্য