Breaking News

ReleaseImranKhan

ইমরান খানের মুক্তি আসন্ন? ১১ জুনকে কেন্দ্র করে চূড়ান্ত সিদ্ধান্ত

জামিনের সম্ভাবনায় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা ও চাপ

ReleaseImranKhan : ইমরান খানের মুক্তি আসন্ন?

ReleaseImranKhan

ক্লাউড টিভি ডেস্ক | ১০ জুন ২০২৫ : পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন উত্তেজনা। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির (ReleaseImranKhan) সম্ভাবনা ঘিরে উত্তাল হচ্ছে রাজনীতি। আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ও তাঁর স্ত্রী বুশরা বিবির জামিনের শুনানি হবে।

পিটিআইয়ের বর্তমান প্রধান গওহর আলী খান জানিয়েছেন, “এই দিনটি ইমরান খান ও বুশরার জীবনে ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে।”

আদিয়ালা জেলে ইমরান খানের ওপর যৌন নির্যাতনের অভিযোগ: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

‘মোদি অবশ্যই প্রতিশোধ নেবে’ — সজাগ থাকার আহ্বান জানালেন ইমরান খান

আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই জেলবন্দি রয়েছেন ইমরান খান ও তাঁর স্ত্রী। পাকিস্তানের হাইকোর্ট এই মামলার শুনানির তারিখ আগেই পিছিয়ে ১১ জুন পর্যন্ত স্থগিত করেছিল। এবার ওইদিনই জামিনের রায় ঘোষণা করতে পারে আদালত, এমনটাই ইঙ্গিত দিয়েছেন পিটিআই নেতারা।

গওহর আলী খান জানিয়েছেন,

“আমরা আশা করছি ১১ জুনই জামিন মিলবে। ইমরান খান নিজে নেতৃত্ব দেবেন নতুন একটি আন্দোলনের, যা শুরু হবে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে যৌথভাবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এসব মামলার বিচার এখন ‘জনগণের আদালতেও’ হবে বলেও দাবি করেন তিনি।

ইমরান খান যদি জামিনে মুক্তি (ReleaseImranKhan) পান, তাহলে পাকিস্তানের রাজনীতিতে ফের ‘বড় ঝড়’ আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ:

  • ২০২৪ সালে জাতীয় নির্বাচনে পিটিআই নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও বিপুল ভোটে সমর্থন পেয়েছিল।

  • পিটিআই নতুন করে মাঠে নামলে শাসক জোটের ওপর চাপ বাড়বে।

  • ইমরানের বিরুদ্ধে নানা মামলার রাজনৈতিক প্রভাবের হিসেব কষতে হবে বর্তমান সরকারকে।

দেশজুড়ে ইমরান খানের মুক্তি নিয়ে উৎসাহ এবং প্রত্যাশা দুইই বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ #ReleaseImranKhan ইতিমধ্যেই ট্রেন্ড করছে। পিটিআই-র তরফে একাধিক শহরে বিক্ষোভের প্রস্তুতিও চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :

বিশ্বজুড়ে কমছে খাদ্যের দাম, স্বস্তির ইঙ্গিত এফএওর

₹৩০,০০০ কোটির QRSAM চুক্তিতে ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষায় ঐতিহাসিক শক্তিবৃদ্ধি

ad

আরও পড়ুন: