RIPDheerajKumar
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অন্যতম বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক ধীরজ কুমার প্রয়াত (RIPDheerajKumar)। মঙ্গলবার, ১৫ জুলাই সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ধীরজ কুমারের পরিবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
চলচ্চিত্র জগতে শুরু ও উত্থান
১৯৬৫ সালে বিনোদন জগতে পা রাখেন ধীরজ কুমার। সেই সময় এক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিংবদন্তি সুভাষ ঘাই ও রাজেশ খান্না। প্রতিযোগিতার মঞ্চেই নজর কাড়েন নির্মাতা ও দর্শকদের।
এরপর থেকেই শুরু হয় তাঁর বলিউড যাত্রা। ‘স্বামী’ ও ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। বিশেষ করে পাঞ্জাবি ভাষার সিনেমায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য—২১টিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি।
ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্যকার, সঞ্চালক,অভিনেত্রী ‘বনলতা সেন’, সেই মন্দিরা এখন কোথায়?
টেলিভিশনে উজ্জ্বল উপস্থিতি
ধীরজ কুমার শুধু রুপালি পর্দায় নয়, ছোট পর্দাতেও ছিলেন দারুণ জনপ্রিয়। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’-এর মাধ্যমে একাধিক সফল টেলিভিশন ধারাবাহিক নির্মাণ করেন তিনি। এই ধারাবাহিকগুলোর গল্প ও অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়, এবং সমালোচকদের প্রশংসাও কুড়োয়।
শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি
মাত্র কিছুদিন আগেই মুম্বাইয়ের এক মন্দির উদ্বোধন অনুষ্ঠানে দেখা গিয়েছিল ধীরজ কুমারকে। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি মঞ্চে উঠে বক্তৃতা দেন, উপস্থিত দর্শকদের মন জয় করেন। তাঁর মৃত্যু তাই অনেকের কাছেই আকস্মিক ও বেদনাদায়ক।
শেষ বিদায়: বিনোদন জগতে শোক
ধীরজ কুমারের প্রয়াণে বলিউড ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পীদের পাশাপাশি বহু ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সামাজিক মাধ্যমে তাঁর স্মৃতিচারণা করছেন। সহকর্মীরা জানিয়েছেন, ধীরজ কুমার ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং পরিশ্রমী শিল্পী।
তাঁর মৃত্যু এক যুগের অবসান বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির প্রবীণ সদস্যরা। তাঁর অবদান ও উপস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন :
অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন: লস অ্যাঞ্জেলেস ২০২৮-এ ইতিহাস গড়ার পথে টি-টোয়েন্টি
নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান