Breaking News

RJDControversy

প্রেমঘটিত বিতর্কে তেজপ্রতাপ, লালুপ্রসাদের কড়া সিদ্ধান্তে দল থেকে বহিষ্কার

তেজপ্রতাপ যাদব ফেসবুক পোস্টে ১২ বছরের প্রেমের দাবি; পরে জানান অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল

RJDControversy: Tej Pratap Yadav's Bold Move %%page%% %%sep%% %%sitename%%

RJDControversy

পাটনা, ২৬ মে, ২০২৫ : বিহারের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক (RJDControversy), যার জেরে তাঁকে দল ও পরিবার থেকে বহিষ্কার করেছেন নিজ পিতা লালুপ্রসাদ যাদব।

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তেজপ্রতাপ দাবি করেন, তিনি গত ১২ বছর ধরে অনুষ্কা যাদব নামে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। পোস্টে তিনি লেখেন, “ভালোবাসা লুকিয়ে রাখা যায় না। আজ আমি বলতেই হবে, আমি ও অনুষ্কা একে অপরকে দীর্ঘদিন ধরে ভালোবাসি। এখন আমরা সমাজের সামনে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চাই।”

চিনতে পারছেন এই বলিউড ডিভা কে ?

Adopted Daughter জন্মের পরিচয় খুঁজে দেখেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা

এই পোস্ট প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় চর্চা। যদিও কিছু সময় পরেই তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। পোস্টটি তাঁর লেখা নয়, বরং এটি তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

বিতর্ক ক্রমেই বৃদ্ধি পাওয়ায়, বিষয়টি নিয়ে সরাসরি পদক্ষেপ গ্রহণ করেন লালুপ্রসাদ যাদব। সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “তেজপ্রতাপের এমন অস্থির আচরণ এবং বারবার পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার প্রবণতা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এরকম চলতে পারে না। দল ও পরিবারকে বাঁচাতে কড়া সিদ্ধান্ত প্রয়োজন ছিল।”

এই ঘোষণার মাধ্যমে লালুপ্রসাদ জানান, তেজপ্রতাপকে দল এবং পারিবারিক পরিসর থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। সিদ্ধান্তে আরও বলা হয়, দলীয় কোনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁকে আর অন্তর্ভুক্ত করা হবে না।

তেজপ্রতাপের ব্যক্তিগত জীবন আগেও বহুবার বিতর্কে এসেছে। ২০১৮ সালে তিনি বিবাহ করেন ঐশ্বর্য রাইকে—যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনী। কিন্তু এই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহের কিছুদিন পরেই দাম্পত্য কলহ শুরু হয় এবং বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন।

এই পরিস্থিতিতে অনুষ্কা যাদবের সঙ্গে তাঁর নতুন সম্পর্কের দাবি তাঁর চরিত্র ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। তবে অনুষ্কা এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এই ঘটনার জেরে বিরোধী দলগুলো আরজেডির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপি নেতা সম্রাট চৌধুরী বলেন, “আরজেডি পরিবার এখন জগাখিচুড়ি হয়ে উঠেছে। একজন ছেলে প্রেমের কারণে বহিষ্কৃত, আরেকজন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে।”

অন্যদিকে, জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব বলেন, “ভালোবাসা অপরাধ নয়। যদি তেজপ্রতাপ কাউকে ভালোবাসেন এবং তাঁকে সম্মান দিতে চান, তবে তা নিয়ে এত রাজনীতি করার দরকার নেই।”

তেজপ্রতাপের বহিষ্কারের ফলে আরজেডির নেতৃত্ব এখন কার্যত তেজস্বী যাদবের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজস্বী নিজের ভাবমূর্তি তৈরিতে সচেষ্ট থাকলেও, ভাইয়ের এমন বিতর্ক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে।

আরও পড়ুন :

নজরুল ও নার্গিস: অমর প্রেমের এক অনুচ্চারিত ইতিহাস

মাঝরাস্তায় ‘বিজেপি কর্মী’র সঙ্গমের ভিডিয়ো ভিডিও ভাইরাল: নেতাকে নোটিস পাঠাল বিজেপি

ad

আরও পড়ুন: