সইফ আলি খানের ‘নবাবি সম্পত্তি’ কেন হলো শত্রু সম্পত্তি

সৈফ আলি খানের নবাবি সম্পত্তির এক বড় অংশ ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে কারণ সম্পত্তির বৈধ উত্তরাধিকারী তাঁর দিদিমার বড় বোন আবিদা সুলতান পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন। পরিবর্তিত আইন অনুযায়ী, সেই সম্পত্তির উত্তরাধিকার পাওয়া যায় না— ভারতীয় নাগরিক হলেও। আদালত এখন মামলাটি ট্রায়াল কোর্টে ফেরত পাঠিয়েছে।